নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

গত দুই দশকের সেরা ছবি

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭



সকালে অফিসে ঢুকে প্রথম আলো অনলাইনে এই ছবিটা দেখেই মন ভালো হয়ে গেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে দেওয়া ছবির ক্যাপশনে লেখা হয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান

আমার মনে হয় গত দুই দশকে, বা হয়তো আরও বেশি সময়ের জন্য এটাই বাংলাদেশের সবচেয়ে সাহসী ছবি।




আর এটা স্বৈরাচার হাসিনা পতনের মাত্র এক মাস আগের ছবি। বাসসের সৌজন্যে দেওয়া ছবিটার ক্যাপশনে প্রথম আলো বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজ শুক্রবার বিকেলে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।

একটা রাষ্ট্রীয় সফরে যাওয়া আমার দেশের প্রধানমন্ত্রীকে (যদিও অবৈধ) রিসিভ করতে ওই সময় ভারত এমন সব কর্মকর্তাদের এয়ারপোর্টে পাঠিয়েছে যাদের নাম সংবাদে উল্লেখ করার মত গুরুত্বপূর্ণ মনে হয়নি গণমাধ্যমের কাছে। ওই সংবাদে প্রথম আলো বলছে বিমানবন্দরে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এবং দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সবচেয়ে মজার বিষয় হলে প্রধানমন্ত্রীর এই নিম্ন প্রোটোকল নিয়ে আত্মসম্মান বিকিয়ে দেওয়া আওয়ামী সরকার, রাষ্ট্রযন্ত্র এবং জাফর ইকবালের মত আওয়ামী ‍কুবুদ্ধিজীবিকুল কোনো উচ্চবাচ্য করার প্রয়োজনও মনে করেনি।

৩৬ জুলাইয়ের সাহসে সে বাংলাদেশই আজ চোখে চোখ রেখে সাম্রাজ্যবাদী ভারতের পররাষ্ট্রসচিবকে রিসিভ করতে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানকে। মেজেস ক্লিয়ার!

আমাদের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপে স্যালুট এই বাংলাদেশকে।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

মেঠোপথ২৩ বলেছেন: আগে সম্পর্কটা ছিল প্রভু - ভৃত্যের আর এখন নায্যতা ও সমতার ভিত্তিতে। যদিও জানিনা সামনে নির্বাচিত সরকার কতটুকু এই সমতার সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে আগ্রহী হবে।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভবিষ্যৎ কি হবে তা ভবিষ্যৎই বলবে। তবে আমি আশা করি যে ৭০, ৮০ বা ৯০ দশকের মানুষের মাথার উপর দিয়ে যাওয়া চিন্তাধারা মাথায় নিয়ে চলা এই প্রজন্ম দেশকে আর কখনওই প্রভু-ভৃত্য (স্বামী-স্ত্রী) সম্পর্কে জড়াতে দেবে না।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কোন বিষয়ে যদি নিজে ন্যায় ও সৎ থাকা যায় তাহলে উইন-উইন সিচয়েশন আশা করা যায়।

আর গোড়ায় গলদ থাকলে তাই হয়, যা হয়েছে-করেছে শেখ সালাতানাতের প্রতিনিধি শেখ ডাইন হাসিনা সাথে চা-ওয়ালা -------

১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

পদ্মপুকুর বলেছেন: কুটনীতিতে সম্পর্কটা হতে হয় সম্পূর্ণ পেশাদার। কিন্তু আমাদের আগের সরকার বাহাদুর সম্পর্কটা বানিয়ে ফেলেছিলেন গোপন প্রেমের! তবে এ ড. ইউনুস এবং তার কমরেডরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে আমরা নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে পারবো বলে আশা করা যায়।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

করুণাধারা বলেছেন: ছোট হলেই কেন নত হয়ে থাকতে হবে! আসলে ছোট হবার জন্য নয়, ক্ষমতার লোভে আওয়ামী লীগ এতটাই অন্ধ হয়ে গেছিল যে এইসব অপমান ধর্তব্য গণ্য করতো না।

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

পদ্মপুকুর বলেছেন: সেটাই। আমার দেশ আকারে ছোট হতে পারে, কিন্তু মর্যাদায় ছোট হতে পারে না।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সব কিছু বদলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.