নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসহাবে কাহাফ

কবি হাইড্রা

কবি হাইড্রা › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণকলির সৌন্দর্য চর্চা!

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯


তুমি যেমন আছ,
তেমনি এসো।
জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদকীয় কলামে কবি
গুরু রবীন্দ্রনাথের কবিতার এই লাইন দুইটা শিরোনাম
দিয়ে সাম্যবাদী নারী লেখিকা উম্মে মুসলিমার একটা
কলাম ই আমার আজকের লেখার অনুপেরনা। লেখিকার
মুল ভাষ্য ছিল মেয়েদের সৌন্দর্য চর্চা প্রীতি। যে
মেয়ে দেখতে সুন্দর গায়ের রঙ ফর্সা সেই মেয়ে চাই
আরও সৌন্দর্য, যে মেয়ে দেখতে কালো সেই চাই আর
একটু ফর্সা হতে! বিয়ের পাত্রী দেখার সময় মেয়ের
বেলায় ফর্সা,ছিমছাম গঠন ও লম্বা হওয়া চাই চাই!
আর ছেলের বেলায়, ফর্সা কিংবা লম্বা দেখা হয় না।
দেখা হয় ছেলের অর্থ বৃত্ত কেমন? ছেলে কতটুকু
শিক্ষিত!


আসুন দেখা যাক! এই সৌন্দর্য চর্চা আমাদের কোথায়
নিয়ে যাচ্ছে? হাজার হাজার টাকার এই রুপ চর্চার
প্রসাধনী কি আমাদের আদৌ কোন সৌন্দর্য উপহার
দিতে পারে? যদি দিতে পারত,তাহলে, কৃষ্ণ বর্ণবাদী
অপমান নিয়ে যারা এই পৃথিবীতে বাস করে তারা কেউ
আর কালো থাকত না। শুধুমাত্র, আমাদের কৃষ্ণবর্ণ
মন, আমাদের এই রুপ চর্চার প্রতিযোগিতায় নামিয়ে
দিয়েছে! কবি বলেছেন, কালো আর ধলো বাহিরে
কেবল/ ভিতরে সবাই সমান রাঙ্গা। আসুন, না, বাইরের
সৌন্দর্য কে প্রাধান্য না দিয়ে মনের সৌন্দর্য টা
খুজে বের করি। বিয়ের পাত্রী খুজার সময় বলি, মেয়েকে
শিক্ষিত, দ্বীনদার ও পরদ্দানশীন হতে হবে। ছেলেটা
যেন, ইমানদার, সত্যবাদী, নামাযী ও শিক্ষিত হয়।
অর্থবৃত্তের লোভে ছেলেদের হতে হয় বেপরোয়া, বৈধ -
অবৈধ নানান উপায়ে গড়তে হয় সম্পদের পাহাড়! কেন
মিথ্যা রুপচর্চার সুন্দরী হওয়া মেয়ে কে বিয়ের করার
জন্য অবৈধ সম্পদ করতে হবে? কেন অবৈধ সম্পদশালী
বর পাওয়ার জন্য রুপচর্চার করে আরেকটু সুন্দর হতে
হবে?


নিজের সৌন্দর্য যদি দেখানোর বিষয় হত, আদিম যুগের
মানুষ গাছ পালার ডাল, লতা পাতা পরিধান করত না !
হায়রে! আধুনিক হাদারাম, আদিম যুগের মানুষ বুঝেছে-
সৌন্দর্য কেবল নিজেকে আবৃত করার মধ্যে অনাবৃতা
থাকার মধ্যে নয়। যারা এখন ও পশ্চিমা ঢং এ পোশাক
পরিধান করে নিজেকে সুন্দরী বলে তুলে ধরার চেষ্টা
করেন, তারা অনাবৃত করে ফেলুন নিজেকে! না হয় আদিম
বাসীদের মত হিযাব করুন।


একটা গান শুনেছিলাম - কালা গলার মালা! আমি
কালোদের পক্ষে! তবুও আমি মিথ্যা সৌন্দর্যের পক্ষে
নয়। শিক্ষা-দীক্ষায়, ধর্মে-কর্মে নিজেকে যোগ্য করে
তুলুন, আর এটাই হবে একজন মানুষের শ্রেষ্ট সৌন্দর্য
বা সম্পদ। সর্বশেষ একটা প্রবাদ বাক্য লিখব - সংসার
সুখের হয় রমনীর গুনে। সৌন্দর্যে নয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.