নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
স্বপ্নের মধ্যেই আমি দেখতে পেলাম, ঘুম ভেঙে গেছে আমার
এবং হঠাৎ খসে পড়া জানালার শার্সি গলিয়ে ভেতরে ঢুকছে
মৃত্যুশাদা জ্যোৎস্নার বিপজ্জনক কষ; রাত্রির বাতাসও স্তম্ভিত।
ভীষণ ভড়কে গেলাম, পাশ ফিরলাম তোমার দিকে তাকালাম
নির্ভরতা চেয়ে বাড়িয়ে দিলাম হাত; স্পর্শানুভব বলছে তুমি নেই
দু'হাতে মেখে গেল আঁঠালো ও ঠাণ্ডা সেই জ্যোৎস্নাস্রোত, যেন শিশিরে ভিজে উঠলো হাত! আমি জানি, বর্ষণে ভেঙ্গে পড়া
মেঘেরও অধিক যদি ক্রন্দনবিশ্লিষ্ট হই, ও আমার একদার সুখ,
কিছুতেই পরোয়া করবে না তুমি; গণ্ডারের মত এক অট্টহাসি শুধু
বিপুল রাত্রির মাঠ দাবড়ে বেড়াবে, কারও বিপদেই যেন সুখ তার!
এইসব বিপন্নপ্রহরে তুমিও নিকটে আছে, ও আমার মাত্র উদ্ধার,
নিঃশ্বাস দূরত্ব থেকে ছুটে এসে পুরাতন মমতায় বাঁধছো আমাকে
কল্পনার জনপ্রিয়তার মত এটুকু মিথ্যাও আজ ভাবতে ভালো লাগে
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
©somewhere in net ltd.