নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..........................
১৯৭১ সালে, যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো, তখনও আমাদের প্রিয় পূর্ববাঙলার নাম ছিলো : পূর্বপাকিস্তান। কাজেই মুক্তিযুদ্ধের নির্দলীয় স্লোগান ছিলো: "জয় বাঙলা "
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ৩০ লক্ষ শহীদ এবং ৫ লক্ষ মা-বোনের ইজ্জত ও সম্ব্রমহানির বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ; মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীরযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা রইলো। অর্জিত সেই রাষ্ট্রের বয়স এখন ৪২ বছর। কাজেই,
আজকের নির্দলীয় স্লোগান : জয় বাংলাদেশ।
যাঁরা এই স্লোগানটি মানতে পারবেন না; মনে করবেন "জয় বাংলা" স্লোগানেই ফিরে য়েতে হবে; তাঁরা, আর যাই হোক, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী।
তাদের উপদেশ, আজকে আর শুনবার কোনও দরকার দেখছি না;
জয় বাংলাদেশ।।
................
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৪
পোয়েট ট্রি বলেছেন: বাংলা মানে পশ্চিম বাংলা।
"জয় বাংলা" মানে পশ্চিম বাংলার জয়।
জয় বাংলাদেশ মানে বাংলাদেশের জয়।
'৭১ সালে যখন "জয় বাংলা" বলা হয়েছিলো,
তখন বাংলাদেশ জন্ম হয়নি।
এখন জন্ম নেয়া বাংলাদেশের বয়স ৪২ বছর।
এখন এ-দেশের স্লোগান হবে : জয় বাংলাদেশ; "জয় বাংলা" স্লোগানটিকে অক্ষুন্ন রাখতে চাইলে, সংবিধানের আরেকটি সংশোধনী এনে, দেশটার নাম "বাংলাদেশ" এর পরিবর্তে "বাংলা" করে ফেলুন!
নইলে, ঘামবো আমরা, সন্তানের পিতা হবেন দাদা'রা...
।। জয় বাংলাদেশ।।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
ছোট দা বলেছেন: Joy Bangladesh, Joy Bangla...
Kintu konomotei "Jinadabad" noy.. 71 e kora Shadhin Bangladesher mati te , 52'r tyag er por o kano akta Urdu shabdo amar slogan e thakbe?
Aki mukhe ucchari ::
Joy Bangladesh,
Joy Bangla..
Bangladesh amor hok..
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৪
পোয়েট ট্রি বলেছেন: আজকাল, বাংলা মানে পশ্চিম বাংলা।
"জয় বাংলা" মানে পশ্চিম বাংলার জয়।
জয় বাংলাদেশ মানে বাংলাদেশের জয়।
'৭১ সালে যখন "জয় বাংলা" বলা হয়েছিলো,
তখন বাংলাদেশ জন্ম হয়নি।
এখন জন্ম নেয়া বাংলাদেশের বয়স ৪২ বছর।
এখন এ-দেশের স্লোগান হবে : জয় বাংলাদেশ; "জয় বাংলা" স্লোগানটিকে অক্ষুন্ন রাখতে চাইলে, সংবিধানের আরেকটি সংশোধনী এনে, দেশটার নাম "বাংলাদেশ" এর পরিবর্তে "বাংলা" করে ফেলুন!
নইলে, ঘামবো আমরা, সন্তানের পিতা হবেন দাদা'রা...
।। জয় বাংলাদেশ।।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
পাথরের কান্না বলেছেন: মঙ্গল কামনা রইল >>> নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
পোয়েট ট্রি বলেছেন: Awamilegue er chaitey boro moulobadee bodh hoy keu nai. Swadheenota pabar agey jeta JOY BANGLA, swadheenota pabar por seta JOY BANGLADESH hobey. ei DESHER NAAM bangla noy___ Bangladesh, JOY BANGLADESH.
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
সুখোই-৩৫ বলেছেন: জীবনে দেশের ইতিহাস পড়েছেন? বাংলা, বাংলাদেশের ইতিহাস জানেন? বাংলাদেশ নামটা প্রথমে কে ব্যাবহার করেছিল জানেন? ঐতিহাসিকভাবে বাংলাদেশ বলতে কোন জায়গা বোঝায় জানেন?
জয় বাংলা মানে, বাংলা ভাষার জয়, বাংলা দেশের জয়। বাংলা আর দেশ আলাদা করে কেন লিখলাম জানেন?
মনমতো বলে ফেললেন যে জয় বাংলা বলাটা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি।
আপনার লিখাটা পড়ে রাগে শরীর কাপতেছে, মানুষ তার নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে না জেনে এভাবে মনগড়া পোষ্ট কিভাবে লিখে। অনেক কষ্টে গালি দেওয়া থেকে নিজেকে সংবরন করে মন্তব্য করলাম। দয়া করে দেশের নামের ইতিহাস জানুন, জয় বাংলার ইতিহাস জানুন। জয় বাংলাদেশ বলাটা দোষের কিছু না, বাংলাদেশ জিন্দাবাদ বলাটাও দোষের কিছু না, কিন্তু জয় বাংলার প্রতি বিদ্বেষ শুধু একটা জিনিসই প্রমান করে, যা বলতে চাই না, কারণ ভদ্র থাকতে চাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০২
পোয়েট ট্রি বলেছেন: আজকাল, বাংলা মানে পশ্চিম বাংলা।
"জয় বাংলা" মানে পশ্চিম বাংলার জয়।
জয় বাংলাদেশ মানে বাংলাদেশের জয়।
'৭১ সালে যখন "জয় বাংলা" বলা হয়েছিলো,
তখন বাংলাদেশ জন্ম হয়নি।
এখন জন্ম নেয়া বাংলাদেশের বয়স ৪২ বছর।
এখন এ-দেশের স্লোগান হবে : জয় বাংলাদেশ; "জয় বাংলা" স্লোগানটিকে অক্ষুন্ন রাখতে চাইলে, সংবিধানের আরেকটি সংশোধনী এনে, দেশটার নাম "বাংলাদেশ" এর পরিবর্তে "বাংলা" করে ফেলুন!
নইলে, ঘামবো আমরা, সন্তানের পিতা হবেন দাদা'রা...
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭
কলাবাগান১ বলেছেন: কিন্তু জয় বাংলার প্রতি বিদ্বেষ শুধু একটা জিনিসই প্রমান করে, যা বলতে চাই না,
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১
পোয়েট ট্রি বলেছেন: আজকাল, বাংলা মানে পশ্চিম বাংলা।
"জয় বাংলা" মানে পশ্চিম বাংলার জয়।
জয় বাংলাদেশ মানে বাংলাদেশের জয়।
'৭১ সালে যখন "জয় বাংলা" বলা হয়েছিলো,
তখন বাংলাদেশ জন্ম হয়নি।
এখন জন্ম নেয়া বাংলাদেশের বয়স ৪২ বছর।
এখন এ-দেশের স্লোগান হবে : জয় বাংলাদেশ; "জয় বাংলা" স্লোগানটিকে অক্ষুন্ন রাখতে চাইলে, সংবিধানের আরেকটি সংশোধনী এনে, দেশটার নাম "বাংলাদেশ" এর পরিবর্তে "বাংলা" করে ফেলুন!
নইলে, ঘামবো আমরা, সন্তানের পিতা হবেন দাদা'রা...
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬
সুখোই-৩৫ বলেছেন: পশ্চিম বাংলা বলে তো কিছু নাই। পশ্চিমবঙ্গ আছে। আপনি পশ্চিম বাংলা বলছেন কেন?
"পশ্চিম বাংলা" বলে যখন কিছু নাই, তখন জয় বাংলা বললে পশ্চিম বাংলা বোঝাবে কেন? বরং জয় বঙ্গ বললেও পশ্চিমবঙ্গ বলে কিছু বোঝাতো।
তবে বাংলাদেশ আছে। তাই জয় বাংলা বললে, বাংলাদেশের কথা বোঝা যায়। বাংলা ভাষা আছে। তাই জয় বাংলা বললে বাংলাদেশের রাষ্ট্রভাষার কথা বোঝা যায়। জয় বাংলা এর বিরুদ্ধাচারণ বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধাচারণের শামিল। এটা দেশদ্রোহী কাজ।
আর বাংলাদেশ শব্দটার জন্ম কখন হয়েছিল জানেন? বাংলাদেশ বলতে কি বোঝায় জানেন? জানলে এসব বলতেন না। আগে জানেন বাংলাদেশ বলতে কোন অঞ্চলকে বোঝায় ঐতিহাসিকভাবে। বাংলাদেশ রাষ্ট্রের বয়স ৪২ বছর হলেও বাংলাদেশ শব্দের বয়স আরও অনেক অনেক বেশী। তাই আপনার কথামত চলতে গেলে বলতে হবে "জয় বাংলাদেশ রাষ্ট্র", কারণ বাংলাদেশ বলতেও পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসাম নিয়ে বিশাল অঞ্চল বোঝায়। পশ্চিমবঙ্গে বাংলা থাকার দোষে যদি জয় বাংলা বাদ দেন, তাহলে বাংলাদেশে আসাম ত্রিপুরা থাকার দোষে জয় বাংলাদেশও বাদ দেন।
যাই হোক আপনারে আর বোঝাবো না। বলতে বাধ্য হচ্ছি, আপনি একটা মূর্খ। মূর্খামির একটা সীমা থাকে, এরকম গরু ছাগলের মত কথা বলে মূর্খামীর পরিচয় না দিলেও পারতেন। দেশের নামের ইতিহাস জানেন না, আর আসছেন দেশের শ্লোগান কি হবে সেটা নিয়া। পশ্চিমবঙ্গরে বলেন পশ্চিম বাংলা, আর আসছেন শ্লোগান ঠিক করতে। লেখাপড়া করেন, এইরকম মনমতলবী মনে চাইলো, বলে দিলাম, এই পথ ছাড়েন। বাংলাদেশের নাম আগে ছিল, বাংলা দেশ। বাংলা আর দেশ আলাদা করে লেখা হত। পরে ফিন ল্যান্ড, ডয়েচ ল্যান্ড (জার্মানি), আয়ার ল্যান্ড, অর্থাৎ ফিনিশ দেশ, জার্মান দেশ, আইরিশ দেশ, এরা সবাই দেশের নাম এক করে লিখে বলে, বাংলা দেশকেও বাংলাদেশ হিসাবে লিখার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বাস না হলে মুক্তিযুদ্ধের সময়ের ব্যানার, পোষ্টারে বাংলাদেশের বানান কিভাবে লিখা হত দেখুন। বাংলাদেশ মানে বাংলা দেশ। জয় বাংলা মানে বাংলা দেশের গুন গাওয়া। জয় বাংলা মানে বাংলা ভাষার গুন গাওয়া। জয় বাংলাদেশ বললে, খালি বাংলা দেশের গুণ গাওয়া হয়, বাংলা ভাষার গুণ আর গাওয়া হয় না।
যাই হোক যা বুঝতেছি, অযথা সময় অপচয় করলাম। আপনের মাথায় এইসব ঢুকবে না। আপনি আপনার মনে যা চায় তাই বলতে থাকেন। গরু ছাগলরে এত কিছু বোঝানো সম্ভব না।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
কলাবাগান১ বলেছেন: জয় বাংলা মানে বাংলা দেশের গুন গাওয়া। জয় বাংলা মানে বাংলা ভাষার গুন গাওয়া। জয় বাংলাদেশ বললে, খালি বাংলা দেশের গুণ গাওয়া হয়, বাংলা ভাষার গুণ আর গাওয়া হয় না।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
কলাবাগান১ বলেছেন: জয় বাংলা!!!!!