নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
কুয়াশার মধ্যে বসে নিদ্রা যাচ্ছে
ডানাময় পঙ্ক্ষিচেয়ার...
এতো শাদা! মৃত্যু পরবর্তী এক আয়োজন
এরকম শাদা ও নিস্তব্ধ হয়ে থাকে;
চেয়ার তো কুয়াশাধারক নয়!
অধিকারহীন পাখি, রাত্রি, ভোর, দুপুর, বিকেল
কিংবা সদ্যতোলা একগুচ্ছ তরতাজা ফুল__
কেউ নয় এর উপযোগী; এ-চেয়ার
মহিয়সী সম্রাজ্ঞীর অপেক্ষায় থাকে...
তুমি এসে এ-আসন অলংকৃত করো
দেখবে, ও ডানাদুটি স্মৃতি ফিরে পাবে,
উড়ে উঠবে পৃথিবী ও জীবনের দিকে।
অপেক্ষা ও কুয়াশার অভিশাপমুক্ত করো একে!
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
ইকরাম উল হক বলেছেন: কঠিন
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভাইয়া আগে তুমি আমার লেখা পড়বা, তারপর তোমারটা পড়ব। এখন তোমার লেখাটা ট্যারাচোখে একটুখানি পড়েছি। এক্ষনি পড়তে যাও। নইলে আড়ি।