নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের নাম মুন হোক বা সান___
তাকে আরেকটু মানবিক হতে বলো!
আর বলো:
দীর্ঘ দিন বেঁচে থাকাই যদি অমরত্ব, তবে তো, গুঁড়াকৃমিই (হুক ওয়ার্ম)
অমরতম প্রাণী! খাদ্য হজম হয়ে যাবার পরেও, মানুষ যে মল ত্যাগ করে, তার ভেতরে বেঁচে থেকে, অবলীলায় সাঁতার কাটতে পারে গুঁড়োকৃমি!
সেটাই তো আর অমরত্বের উৎকৃষ্ট উদাহরণ নয়!
মানুষকে, এইসব বলো!!!
©somewhere in net ltd.