নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারা কারা যেন লেখকতালিকা,
আর্টকে করেন কালচার!
কলমের পাশে কাগজবালিকা
শুয়ে পড়ে, বলে: 'মাল ছাড়'!
বাক্য করি না; ছেড়ে দি' গড়গড়,
বহতা নদীই হররোজ;
বাতাসে ভাসছে হাজারো পাথর
বলছে: 'খোঁজ রে, ডিম খোঁজ'!
তালিকাফালিকা ঝেরে ফেলে দিন তো!
যাচাইয়ে নামুন, ভাইসব!
বিম্বিত আলো মুঠো ভরে নিন তো,
কোথায় আগুন? ছাই সব!
# [সাময়িক পোস্ট]
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫
তুষার কাব্য বলেছেন: কারা কারা যেন লেখকতালিকা,
আর্টকে করেন কালচার!
কলমের পাশে কাগজবালিকা
শুয়ে পড়ে, বলে: 'মাল ছাড়'!
দারুন...!
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭
কলমের কালি শেষ বলেছেন: দারুন লাগলো কবিতায় ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিস্টে কি আর কিছু হয়।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: সাময়িক কেন ! অনেক ভালো লেগেছে তো লেখাটা । রেখে দিন ।
আর এরকমই তো হচ্ছে , হবে । কি আর করা যাবে বলুন !
ভালো থাকবেন