নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমজ ও ধাঁধাময় স্তনভার তোমারই তো!
ফিসফাস, কানাঘুঁষো করছে নানা লোকে।
উড়ন্ত সাপের ঈর্ষা ওদুটোকে পীঠে তুলে
ঢুকে যাচ্ছে নির্জনের অখ্যাত জঙ্গলে;
তুমিই তো বরাবর ভাঙ্গী রমনী!
পুজোর মন্দিরে ঢুকে কামনার লাল
দেখেছিলে ব্রাহ্মণের শান্ত স্থির চোখে!
জমাট কালচে রক্ত, আহা কতকাল
মেখে আছো, পাষাণে ও অদৃশ্য বেদীতে;
উড়ন্ত সাপের কামে মাখামাখি জঙ্গলের ডাল
গঙ্গাজলে আজ যদি ওইসব ক্রোধ ধুয়ে দিতে
নেমে পড়ি! ধর্ম নিয়ে পুনরায় প্রশ্ন দেখা দেবে?
ভাঙ্গী রমণী, তুমি অধমের আরাধনা নেবে?
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
নিলু বলেছেন: ভালো , লিখে যান