নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কোলকাতা ভ্রমণ ।।
যখন চন্দ্রকেতুগড়ে গেলাম, কৃষ্ণদাসের সদ্যলেখা
নারদপুরাণ হাতে জব চার্নকের সুতানুটি গ্রামটি
তখন কোলকাতা হাইকোর্টের বারান্দায় পায়চারি করছে
যখন কোলকাতায় পৌঁছালাম
কোলকাতা তখন আসামের বরাক-উপত্যকায়
বেড়াতে গিয়েছে; এবং কোলকাতা যেখানে ছিলো,
সেখানে, প্রাগৈতিহাসিক কালের একটা গুহা দেখলাম
কয়েক শতাব্দী ধরে জমতে থাকা মাকড়সার ঘন জাল
স্তরে স্তরে প্রতিবন্ধী করে তুলেছে গুহার প্রবেশমুখ; তাতে
মেখে আছে: বহু প্রাচীন, মধ্যম পুরাতন ও টাটকা রক্তের দাগ
অন্ধকার বলা যাবে না; ঠাণ্ডা ও জটিল এক ছায়ার ভেতর থেকে
রাজা রামমোহন রায়ের হাত ধরে আমি বেরিয়ে এলাম রৌদ্রের দিকে
©somewhere in net ltd.