নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। বদহজম বিষয়ে একটি উচ্চাভিলাষী ও চমকে-দেয়া পাদটীকা ।। [[ ৩৬৬ দিন পর পুনর্পাঠ্য ]]

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭

'অজীর্ণ'*__ এই বাঙলা শব্দটির বোধগম্য উর্দু হলো: 'বদহজম'**
প্রথম শব্দটি অনেকের কাছেই দুর্বোধ্য; দ্বিতীয় শব্দটি প্রায় সবাই বোঝে।

মানে দাঁড়ালো: বাঙালি বাঙলার চেয়ে উর্দু ভালো বোঝে। আরও একটা কথা: বাঙালির হজম-শক্তি কম। আমরা 'আওয়ামি' যত বুঝি, জনতা তত বুঝি না।

এরপর ভাষাতাত্ত্বিক আলোচনাতে গেলেও, সবাই ভাববেন: রাজনীতি নিয়ে বলছি। বেশি শিক্ষিত হওয়ার সমস্যা এখানেই।

ঢাকা সিটি (উত্তর হোক বা দক্ষিণ) বেশি শিক্ষিতদের ভোটে মেয়র বানাবে না; বানাবে কম শিক্ষিতদের ভোট্। ইতিহাসে এর প্রমাণ আছে।

প্রতিদ্বন্দ্বী দুটি দলেরই সমর্থক প্রায় সমান সামান: ৩০% + ৩০% = ৬০%
ভোট দেবে না: ২০%
পার্থক্য-নির্ধারণী ভোট দেবে: ২০%

শেষে বর্ণিত ২০% নিয়ে কথা বলতে পারি:

এরা
ক্ষমতাময় বা অক্ষম-নেতাদের মতো চিৎকার করেন না; বড়াই করেন না; আগাম সিদ্ধান্ত দেন না; কাউকে বাতিল বা নিশ্চিহ্ন করেন না; কারও অধিকার আছে কি নেই... সে বিষয়ে কিছুই বলেন না;

কে উদো কে বুদো__ এরা জানেন
কার টোপি কার মাথায়__ এরা জানেন
কে খুনি, কার সন্তানেরা খুন হয়েছে__ এরা জানেন
কার কাছে কার নতজানু-নতঊরু সম্পর্ক__ এরা জানেন

আমাদের এবং আমাদের পিতার পিতাদের ও তার পিতাদের প্রপিতামহের
রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কর্তাদের কথা এরা জানেন না; কিন্তু তারও চেয়ে বেশি কিছু___ এরা জানেন

এরাই সাধারণ/ ভাসমান/ ভোদাই/ ভোন্দাই ভোটার; কিন্তু
এরাই সবকিছু নির্ধারণ করবেন; এরাই বলবেন: কার কোথায় হাত

কেননা, আমরা যা যা জানি না, তা তা এবং তা তা'র চেয়েও বেশি তা তা
___ এরা জানেন

... and atleast, these are the ultimate truth that;

এরাই জানেন__
কে কোন কোন বিদেশী প্রভূর বিচিচোষা; অথচ
কাকে বিদেশমুখি বলে প্রচার করেন!

এরাই জানেন__
কারা চেতনা চেতনা বলে, চেতনার বিকিকিনি করেন

এরাই জানেন__
কারা অন্যদের দেশ-ছাড়া করতে চেয়ে, নিজেরাই পালানোর নিরাপদ রাস্তা খোঁজেন

এরাই জানেন__
বাংলার আগাম-নিগুম; এরাই জানেন__ যা কিছু জানেন না, এদেশের মহা মহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ

এরাই জানেন__
কী অন্ধত্বের ক্রমশ দালাল হয়ে উঠছেন: তথাকথিত বুদ্ধিজীবীগণ....

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমকে দেওয়া পাদটীকাই বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.