নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরকম গাঢ় নীল ফল__ এর আগে
কখনও দেখিনি; যেন হাজার হাজার
বিষণ্ন মার্বেল, শত শত বালকের
শৈশব ডাকাতি করে পালিয়ে এসেছে!
হাতে নিয়ে খোসা ছাড়াতেই, দেখলাম
শিবচক্ষু; সেবার প্রথম দেখা, হায়,
এর আগে কেন যে দেখিনি__ রুদ্রাক্ষ!
এরকম ফল ঘঁষে, টাটকা রঙ্গিন!
স্বপ্নে ও জাগরণে এতো নীল দেখি__
নীল কি যাতনা বর্ণ? নীল কি যুদ্ধের?
ত্রিপুর অসুর আজও পৃথিবীতে আছে?
ছদ্মবেশে সুদিনের বিলাচ্ছে আশ্বাস!
অপলক যুদ্ধে যার বিনাশ সম্ভব__
আজ তবে ঘরে ঘরে জন্ম নাও শিব!
©somewhere in net ltd.