নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মনিমগ্ন লাশ, নির্বিকার ভাসে__
ধরলা ও তিস্তা ছুঁয়ে ভাসে যমুনায়
উড়ন্ত পাখিরা দেখে আসে
পরিচিত নয়__
ঠোঁট মুছে, ফের উড়ে যায়।
এখনই সময়
বিচ্ছিন্ন মাথা খুঁজবার,
নচেৎ ও লাশদুটি পথই পাল্টাবে বারবার
দিন শেষে রাত্রি ফুরিয়ে দিন আসে
ফুলে ওঠে ক্রোধের বেলুন শবদেহে
আত্মনিমগ্ন দুটি লাশ শুধু ভাসে__
লাশ কি চেঁচিয়ে বলবে: ’শনাক্ত করো হে’!
©somewhere in net ltd.