| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামী ব্যাংকে টাকা রাখা হারাম, বলেছেন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগী।
ইসলামী ব্যাংকে টাকা রাখা, লেনদেন করা তাহলে হারাম ? হায় হায় দেশের এত লক্ষ লক্ষ মানুষ যে এ ব্যাংকের সাথে লেনদেন করেন ? বড় বড় কোম্পানীগুলো যে এ ব্যাংক থেকে ফাইনান্স নিয়ে ব্যবসা করছেন, তাহলে তারাতো সবাই হারাম কাজ করছেন। কিছুদিন আগে পরপর কয়েকবার দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের দেয়া শীতবস্ত্র হিসেবে ২৫০০০ হাজার কম্বল, কয়েকলক্ষ শীত উপকরণ গ্রহণ করছেন। এরও আগে বিডিআর ট্রাজেডি তে নিহত পরিবার বর্গের জন্য ইসলামী ব্যাংক প্রদত্ত সাহায্য ও সরকারের পক্ষ থেকে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। তিনি এত বড় হারাম কাজ করতে পারলেন?
একজন বড় আলেম হয়েও মাওলানা মাসউদ এতদিন এনিয়ে কথা বলেননি, শাহবাগ গিয়ে তার চোখ খুলে গেল। ইসলামী ব্যাংক ছাড়া বাকী সব ব্যাংকের লেনদেন তাহলে জায়েজ। মাওলানা মাসউদ শাহবাগী কে কি বলে ধন্যবাদ জানানো যায় বলুনতো ??
২|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে যে সিকিউরিটি মানি রাখছে তার সুদতো প্রতি বছরই নেয়। সুদের টাকা দিয়ো করে কি ???? জানতে বড়ই মন চায়।
৩|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
এন ইউ এমিল বলেছেন: প্রধানমন্ত্রী সাহায্য গ্রহন করলেন সেজন্য কি হারাম হালাল হয়ে যাবে?
দেশের লক্ষ লক্ষ মানুষ লেনদেন করলেই হারাম হালাল হয়ে যাবে?
বড় বড় কোম্পানী লেনদেন করলেই হারাম হালাল হয়ে যাবে?
আর আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বল্লেই হালাল হারাম হয়ে যাবে?
হারামকে হালাল করার আর হালালকে হারাম করার এরা কারা?
ইসলাম যেটাকে হারাম হলেছে এবং যেটাকে হালাল
বলেছে সেটা না বুঝেই আবালের দল চিল্লাইয়া মরে . . . . .
আগে জানুস দাত ভাংছে নাকি বাধ বাংছে,
৪|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: একটা তথ্য পাইলাম "মাওলানা মাসুদ ভন্ড তাড়াইলি অশিক্কিত তথা কথিত মাওলানার নাম. মিথ্যুক শুধু নয় ফাসেক. বাংলাদেশের বৃহতর ঈদগাহ শোলাকিয়ার খতিব হওয়ার পেছনে সৈয়দ আশ্রাফের জবরদস্তি সরকারী ক্কমতার অপব্যবহারের ফসল. কিশোরগন্জ শহীদী মসজিদের খতিব ই এ মাঠের ইমামতি করতো. কিন্ত শহীদি মসজিদ ও বিশাল মাদ্রাসাকে সরকারের পছন্দ নয়.তাই সকল প্রকার রেওয়াজ ও ইতিহাস ভংগ করে এই ভন্ডকে ইমাম বানিয়ে দেয় আশ্রাফ. সবাই জানে সৈয়দ নজ্রুলের ছেলে আশ্রাফের উক্তি....আমি হিন্দু নই মুসলমান ও নই.বাচাল নির্থক কথার ফাসেক যদি মন্ত্রী হয় তার নিয়োগকৃত ইমামের মুখে কি কথা বেরুবে?"
৫|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
কাকতড়ুয়া007 বলেছেন: হুলামামা২৭৫বলেছেন: হেরে সিরিয়া পাঠানো হউক। আর হের সব টাকা পয়সা সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় জমা রাখা হউক।
৬|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
পথহারা সৈকত বলেছেন: কাকতড়ুয়া007 বলেছেন: হুলামামা২৭৫বলেছেন: হেরে সিরিয়া পাঠানো হউক। আর হের সব টাকা পয়সা সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় জমা রাখা হউক।
৭|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
পক্ষপাতদুষ্ট বলেছেন: মাওলানা মাসউদ শাহবাগী (র) এর নিজের একাউন্ট টা কোন ব্যাংক এ কেউ কি কইতে পারেন ?
এতবড় সমাবেশ যে হইলো, তার আঞ্জাম কোন ব্যাংক থেকে তোলা ? নাকি সেটা পুরোটাই ক্যাশ ?
৮|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
সিড বলেছেন: @ইন্ড্রাস্ট্রিয়াল জয় ,সিকিউরিটি মানির যে কথা বললেন তা ঠিক নয়। পারলে BB তে খোজ নিয়ে দেখতে পারেন।
হুলামামা২৭৫ বলেছেন: হেরে সিরিয়া পাঠানো হউক। আর হের সব টাকা পয়সা সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় জমা রাখা হউক।
৯|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
আমি ব্লগার হইছি! বলেছেন: ইসলামের নামে ব্যান্কিং ব্যাবসা করা টোটালি ভাওতাবাজী ছাড়া কিছুই না। ওরা তো টাকা রাখলে সুদ দেয় মুনাফার নামে। আর বাংলাদেশ ব্যান্ক থেকে ঠিকই সুদ নেয়।
আসল কথা হলো:
সুদ হারাম
মুনাফা আরাম!!!!!!!!!!!
১০|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
আশিকুর রহমান ১ বলেছেন: এইটা কি সেই মাওলানা যারে কওমী আলেমদের সর্ববৃহত্ সংঘঠন হেফাজতে ইসলামের নেতারা অবাঞ্চিত ঘোষণা করেছে?
১১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
২০১৩ বলেছেন: মাচুদ একখান মাওলানা,
তার হইল সুমাবেশ, কোটি কোটি পাবলিক দেহা গেছিল তার সুমাবেসে।
সেই সুমাবেসে তিনি গুষনা দিলেন ইসলামী ব্যাংক হারাম।
কি চমৎকার দেহা গেল
১২|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কোন ব্যাংকে টাকা রাখা হালাল তাহলে?
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
হুলামামা২৭৫ বলেছেন: হেরে সিরিয়া পাঠানো হউক। আর হের সব টাকা পয়সা সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় জমা রাখা হউক।