নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার ভুবনে পলাশমিঞা ছিল এবং যতদিন বাংলায় মানুষ কথা বলবে ততদিন পলাশমিঞা সুর ছন্দে হাসবে\'\' স্বত্বাধিকারি মোহাম্মাদ আব্দুলহাক www.bookorebook.com

পলাশমিঞা

আমি এক কাল্পনিক চরিত্র

পলাশমিঞা › বিস্তারিত পোস্টঃ

বিজয় বায়ান্ন দিয়ে ফাল্গুন লেখা যায়না:((

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৬

আমাদের এক ব্লগার আমাকে বিজয় বায়ান্ন কিনে দিয়েছেন। উনার নাম বলবনা। যাক অনেক দিন অপেক্ষার পর বিজয় পেলাম ইনস্টল করার পর যখন ফাল্গুন লেখতে গেলাম ওমা হয়না ল্ গু এমন হয়। চাচারে মেইল করে বললাম চাচা ল্ গু হয়না এবং উইনিকোডে কাজ করেন। চাচায় কইলেন দেখবেন, এবং আমার ক্লায়েন্টরা ইউনিকোড ব্যবহার করেন্না।

তাইলে এখন কানতাছেন কেন:((







এখন আসল কথা বল, অভ্র না বানালে আমরা আজো ইন্দুরে মত কম্পুর আয়নার দিকে তাকিয়ে কইতা, ইতা কিতা ইতা বাংলানি?:|



আমার দুখ শুনেন, প্রায় তিন বছর আগে আমি একটা সাইট বানিয়েছিলাম বই প্রকাশ করার জন্য, হায়রে আমার পুড়া কপাল তিন মাসে ৪ কোট হিট হয়েছিল কিন্তু কেউ পড়তে পারেনি কারণ তা বিজয় দিয়ে লেখা ছিল এখনো যাদের কম্পিউটারে বিজয় ফন্ট নেই উনারা বাংলা পড়তে পারেন্না এমনকি বিজয় সাইটের লেখাও দেখা যায়না। কিন্তু উন্ডজে নতুন ফন্ট একটা দিয়েছে নাম সোনার বাংলা এবং ওটা উনিকোড!



চাচাগো কেন যে নিজের পায় নিজে কুড়াল মারলেন, এখনতো মেহেদী ভাই বাংলার হীরো হয়ে যাবে:P



http://www.apona-bd.com/



এইটা হইল বাংলা স্পেলচেকার, এইটায় কিন্তু বিজয় চিনেনা।



বানানে আমার মত যারা কাচা উনারা দয়া কইরা এইটা নামান পাকা হইয়া যাবেন। এবং যখন বানান শুদ্ধ করবেন তখন অভ্রের বাজান মেহেদী ভাইয়ের জন্য থোড়া দোয়া করবেন;)

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২১

ছোট সরকার বলেছেন: +2

২| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২২

ছোট সরকার বলেছেন: +2

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০২

পলাশমিঞা বলেছেন: অভ্ররে ভালা পাই :)

৩| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

মাথা খারাপ বলেছেন: আমি অভ্র রে ভালা পাই B-)

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

পলাশমিঞা বলেছেন: অভ্র ছাড়া আমি বানানে কাচা, অভ্র আমারে বানানে পাকাইছে :)

৪| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

সামিউর বলেছেন: :) মেহেদী ভাইরে লাল সেলাম। জয় হোক অভ্রর.........।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

পলাশমিঞা বলেছেন: মেহেদী ভাইরে দাওয়াত খাইতে হইব :)

৫| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

সামিউর বলেছেন: :) মেহেদী ভাইরে লাল সেলাম। জয় হোক অভ্রর.........।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

পলাশমিঞা বলেছেন: মেহেদী ভাই আস্সলাম!

৬| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৮

সৌরদীপ্ত বলেছেন: আমি অভ্র দিয়ে প্রভাত লেআউটে লিখে যে মজা পাচ্ছি বিজয়ে তা পাইনি ।

মেহেদী ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি ।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৫

পলাশমিঞা বলেছেন: অভ্র দিয়ে লেখার মজাই আলাদ। বিজয় দিয়ে লেখার সময় ফন্ট বদলাতে হয় কিন্তু অভ্রতে তা হয়না। এক সাথে বাংলা এবং আংড়েজি লেখা যায়। আমার ছোট মেয়ে অভ্র ফেনটিক দিয়ে লেখে।

"আব্বু চা খাইতা নি"

৭| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৬

কানা-বাবা বলেছেন: ফাল্গুন না লেখা গেলে ফাগুন লিখুন, তবুও কাগুর সাথে থাকুন! :P

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৬

পলাশমিঞা বলেছেন: ফাগুন লেখলে আগুন লাগব কেমেন ;)

৮| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৬

নাজমুল হক রাসেল বলেছেন: Click This Link

বদলে দিন নিজের প্রোফাইল পিক। একদিনের জন্য হলেও

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৭

পলাশমিঞা বলেছেন: আপনার কথা রাখলাম। আমি আসলে এখন অন্য কাজে ব্যস্ত তাই সময় দিতে পারছিনা।

৯| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আমারে বায়ান্নটা দেওয়া যাবে ।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৮

পলাশমিঞা বলেছেন: আপনি কি আমার আগের পোস্ট পড়েন্নি, আমার সর্বনাশ হয়েছে, সব কিছু মুছে গেছে ফর্মাট হয়ে। এই দুখ কারে কই কন :(


এখন আর হয়তো বায়ান্না লাগবেনা, সবাই জেনে যাবে, অভ্র আছে মানে ৫ হাজার টাকা বাচিছে ;)

১০| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪২

অপলক বলেছেন: RAB বাংলাতে আমি লিখতে পাই না। এটা কার দুর্বলতা বলুন? হুজুগে বাঙ্গালির মত এক পেশে কিছু না লিখলেই কি চলে না?

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১০

পলাশমিঞা বলেছেন: র‌্যাব র্যাব হয়ে যায় তাইনা?

নোটপেডে লেকে কপিপেস্ট করুন। আগে হত এখন কেন হয়না জানিনা।

মেহেদী ভাই র‌্যাব র্যাব হয় কেন তা কি একটু দেখবেন?

১১| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

লুথা বলেছেন: মোস্তফা জব্বার, যদি মনে করেন 'অভ্র' বিজয়ের পাইরেটেড, মেহদী বিজয় হ্যাক করে অভ্র বানিয়েছে, তাহলে তা প্রমাণ করুন

Click This Link

শুধু ব্লগিং করে কিছু হবে না, জনমত গডে তুলতে হবে...এমন ভাবে মোস্তফা জব্বারকে কোনঠাসা করতে হবে, যাতে সে পরাজয় মেনে নিয়ে বাধ্য হয়... বেটা হারামী একটা...

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫১

পলাশমিঞা বলেছেন: চাচা নিজে নিজের পায়ে কুড়াল মেরেছেন, এখন সবাই জেনে যাবে যে বিজয় ছাড়া বাংলা লেখায় যায় এবং পত্রপত্রিকাও ছাপাইল যায়। প্রকাশকরাও নতুন ম্যাক বা উন্ডজ ৭ কিনলে ৫০০ হাজার টাকা দিয়ে বিজয় কিনতে হবেনা, কারণ অভ্র মাগ্না এবং সোনার বাংলা নামক একটা ফন্ট আছে যা উন্ডজে আছে।

জয় উইনিজয়!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.