![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজনের ভালোবাসা পেতে আসিনি, আমি অনেকের মাঝে বেঁচে থাকতে এসেছি ! আমি একজনের মাঝে প্রেমিক হয়ে নয়, অনেকের মাঝে মানুষ হয়ে জীবন্ত থাকতে চাই ! আমি একজনকে আমার মাঝে প্রাসঙ্গিক রাখতে গিয়ে, অনেককে অপ্রাসঙ্গিক করতে পারবো না ; আমি একটা সম্পর্ককে অটুট রাখতে গিয়ে, অনেকগুলো সম্পর্ককে নড়বড়ে করতে পারবো না ; আমি, আমার আর তোমার চার চোখের স্বপ্ন ধরে রাখতে গিয়ে, বাকি অনেকগুলো চোখের স্বপ্নে ছাই ঢেলে দিতে পারি না ; আমি তোমার একজোড়া হাতে সুখের চাবিটা তুলে দিতে গিয়ে অনেকগুলো হাতে সযতনে দুঃখের চাবিটা তুলে দিতে পারি না ; বালিকা ভেবেচিন্তেই বলছি, আজ থেকে ভালোবাসার দরজাটা সীলগালা ;
আজ তোমায় অনেক মনে পরছে আর সেই মুহূত্ব গুলা আজ চোখের সামনে ভেষে উ্ঠছে ।
সেই মুহূর্ত্ব গুলা কতই না আনন্দদায়ক ছিলো। তোমাকে মেলা থেকে লাভ বেলুন কিনে দেয়া যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে পছন্দ করি। বন্ধুকে দিয়ে বলা তোমার বান্ধবী কে দিয়ে বলা, কতো কিছু দিয়ে বুঝানো ...। তোমার বৃষ্টিতে ভিজা আর আমি জানালার পাশে বসে তা দেখা ........। আসলে তোমাকে ছারা যে আমি কিভাবে আছি তা বিধাতা জানে .....। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখাটা আমার কাছে অনেক ভালো লাগতো । স্কুলে যাবার সময় দেখতে হবে আবার ফেরার সময় দেখতে হবে। আমার কাছে মনে হয়তো তুমি যদি সারাদিন সারারাত আমার সামনে বসে থাকো তারপরও তোমায় দেখার প্রবনতা আমার কমবে না । আর এখন তোমাকে ছাড়া আছি ..........। দম বন্ধ হয়ে আসছে আর পারছি না।
©somewhere in net ltd.