নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভণিতাহীন নিঃশব্দ কথা

আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

সোহেল আহমেদ পরান

একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

সোহেল আহমেদ পরান › বিস্তারিত পোস্টঃ

গল্পিতাঃ বনলতারা বদলায়

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫



এপয়েন্টমেন্ট করা ছিলো আগে থেকেই। একটা চাপা উত্তেজনা ভেতরে আমার। অবশেষে দেখা হচ্ছে। বেশ পরিপাটি হয়ে বেরিয়ে পড়ি অনেক আগেই। পৌঁছে যাই সময়ের ঢের আগে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট। কলিংবেল চাপি দুরুদুরু বুকে। দরজা খুলে দেয় কাজের মেয়েটি। বসতে দেয়া হয় আমাকে বাইরের রুমে। এসি চলছিলো। একটু তবু ঘামছি যেনো। কেনো ? জানা নেই।

চা আসে। সাথে মিষ্টান্ন । অস্বস্তি নিয়ে আমি চায়ে চুমুক দিই। বারবার ভেতরের ঘরে চোখ রাখি। এই বুঝি এলো সে। কিন্তু না। বেঁধে দেয়া সময়ের এক মিনিট আগেও সে এলো না। ঠিক কাটাকাটায় সময়ে তার আবির্ভাব হলো। আমার স্বপ্নের মানুষটি আমার সামনে। আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না।

বনলতা সেন দৃঢ়পায়ে এগিয়ে এলো- যেনো ভয় নেই কোনো, অকুণ্ঠচিত্তে বললো আমায়, “অই ছোকরা, তুমি নাকি কবি?” বনলতা সেনের সামনে নিজেকে সত্যিই অকিঞ্চিৎকর এক বালক মনে হচ্ছিলো নিজেকে। আমি ভিমরি খেয়ে যাই। মাথার ভেতরে সাজিয়ে রাখা কবিতা অকস্মাৎ যাই ভুলে। মনে করতে পারিনা কোনোদিন কবি ছিলাম আমি। ধমকে উঠে বনলতা সেন, ” কী ভেবেছো? পাখির নীড়ের মতো চোখ তুলে জানতে চাইবো- এতোদিন কোথায় ছিলেন?” সামনে আমি অকূল পাথার ছাড়া কিছু দেখতে পাইনা। বনলতারা বদলায়!!

মাথার কাছে রাখা স্মার্টফোনে তখন ক্রমাগত অ্যালার্ম বেজে চলছে।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: সপ্ন

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সোহেল আহমেদ পরান বলেছেন: আমাদের স্বপ্নরা আমাদের ঘুম কেড়ে নেয়।

ধন্যবাদ আমি ময়ূরাক্ষী

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

খেলাঘর বলেছেন:

ছবিটাই সবকিছু?

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সোহেল আহমেদ পরান বলেছেন: ছবিটা অনুষঙ্গ।।

শুভেচ্ছা রলো.।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো । স্বপ্ন ঘুমে বনলতারা আসে , তাও বিবর্তিত !! :-&

ভালো থাকবেন :)

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সোহেল আহমেদ পরান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন ।।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: সত্যিই যদি এমন হত।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

সোহেল আহমেদ পরান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

সকাল হাসান বলেছেন: সুন্দর স্বপ্ন!

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১

সোহেল আহমেদ পরান বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.