| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেল আহমেদ পরান
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
অনাড়ম্বর তোমাকে বেশি ভালো লাগে
দূর্বাঘাসে হেমন্তশিশির যেনো তুমি
পল্লবিত আমার বুকের জমিনে।
প্রসাধনীর প্রলেপ নেই
স্বরূপে উদ্ভাসিত তোমার হিরণ্ময় রূপাবয়ব
বিদেশি সুগন্ধি ছোঁয়নি তোমায় আজ
শরীরজুড়ে তোমার
দোলনচাঁপার সৌরভ।
আমি থমকে যাই
সামনে এগোতে ভয় হয় আমার
বলতে পারি না অন্যদের মতো
- তুমি সুন্দর
ভেতর বাড়ি আন্দোলিত হয় আমার
আমি ক্রমশ আরো বেশি ভালোবাসি তোমায়।
অনাড়ম্বর তোমাকে বেশি ভালো লাগে
নাইবা জানলে তুমি তা।
০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
সোহেল আহমেদ পরান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে @আমি স্বর্নলতা
শুভেচ্ছা জানবেন .।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
আমি স্বর্নলতা বলেছেন: অনাড়ম্বর তোমাকে বেশি ভালো লাগে
নাইবা জানলে তুমি তা।
সহজ সরল স্বীকারোক্তি । খুব ভালো লাগল কবিতার কথাগুলো।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।