| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেল আহমেদ পরান
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

তোমার সুখপক্ষে জানি হবে না আমার ঠাই
আক্ষেপও নেই কোনো
তুমি সুখ উদযাপন করো-
অন্তলীনা চাঁদবতী সুখ
খুব-ইচ্ছে-ডুবসাঁতার
ডাক-ডুবানো উম-আদর
আর ভালবাসা-ভেজা শ্রান্ত তনু
থাকুক মুখ গুঁজে তোমার স্পর্শ-বন্ধুর।
আমার কোনো অনুযোগ নেই
নেই কোনো আক্ষেপ।
শুধু এতোটুকুন প্রতীতি
জেগে আছে আজও মনে-
কষ্টপক্ষে তোমার
আমি ছুঁয়ে যাবো তোমার হৃদয়।
তোমার কষ্টটুকু ছুঁয়ে দেখতে দিও কেবল আমায়
আমি তোমার কষ্ট-আধার হবো অনায়াস সুখে
রাখবো বন্দি তা
ভেতরবাড়ির ছোট্ট ঘরে
যতনে।
তোমার সুখপক্ষে আমার নাইবা হলো ঠাই
আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়েছুঁয়ে থাকতে চাই।
ছবিঃ ইন্টারনেট
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
সোহেল আহমেদ পরান বলেছেন: কবিতা ভালো হয়েছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
হাঁ। কয়েকটি সাইটে লিখি। আপনি দেখেছেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: অনেকগুলো সাইটে লেখেন দেখি আপনি !!
কবিতা ভালো হয়েছে , শুভেচ্ছা