![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
ইদানিং অনলাইন মিডিয়াতে লেখাচুরির ঘটনা খুব বেশি বেড়েছে। অবলীলায় একজনের লেখা কেউকেউ কপি পেস্ট করে নিজের নামে, নিজের পেজে, নিজের ওয়েবসাইটে পাবলিশ করে দিচ্ছে। লেখকের অনুমতি নেয়ার প্রয়োজন মনে করছে না; লেখকের নামটি পর্যন্ত মেনশন করছে না। এ ধরনের চৌর্যবৃত্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি নিজেও তা যাচাইয়ের সামান্য চেষ্টা করে অবাক হয়েছি এই দেখে যে, আমার মতো সামান্য একজনের লেখাও এরকম তস্করের কবলে পড়েছে।
আমার কয়েকটি কবিতা গুগল করতে গিয়ে দেখেছি- এগুলোর অনেকগুলো ফেসবুকের বিভিন্ন পেজে, আবার কারো নিজেদের ওয়েবে হুবহু পাবলিশ করা হয়েছে। নাম উল্লেখ না করেই। আমার চার লাইনের “পরানের কথা”র বেশির ভাগই শিকার হয়েছে কারো নিজের ফেসবুক পেজে, টুইটিং-এ, বেশতোসহ অন্যান্য সাইটে।
আমি জানি না মানুষের এ কেমন হীন-মানসিকতা!!
এ যুগে লেখাচুরিটা অনেক সহজ হয়ে গেছে। কেউ মানসিকভাবে চোর হলেই- সিম্পল কপি-পেস্ট করে চুরিটা সম্পন্ন করতে পারে। কিন্তু ধিক এ মানসিকতায়!!
তবে লেখাচুরির বা বিকৃতি করে চুরির ঘটনা আগেও ঘটতো। অনেকদিন আগের একটা ঘটনা মনে পড়ছে । প্রায় বিশ বছর তা মনের মধ্যেই ছিলো। কাউকে বলা হয়নি। তখন আমি স্বভাবজাত লিখতাম। জাতীয় ও স্থানীয় পত্রিকায় আমার নিয়মিত লেখা প্রকাশিত হওয়ায় আমার কিঞ্চিৎ পরিচিতি ছিলো ক্ষুদে কবি-লেখক হিসেবে । সে সময় একজন (নামটা আজও প্রকাশ করলাম না) তার একটি কবিতা আমাকে দেখিয়ে জানতে চাইলো – কেমন হয়েছে। কবিতা পড়ে আমি অবাক হয়েছিলাম। এতো সুন্দর আর মানসম্মত কবিতা!! আমি নিজেও সেই কবিতা পুরোপুরি বুঝতে পারছিলাম না। এর কদিন পর, আমি অই কবির মেসে যাই কোনো কাজে। এক ফাঁকে, তার বালিশের নিচে পুরনো ইত্তেফাক পত্রিকা পেয়ে পড়তে গিয়ে সাহিত্যপাতায় ঠিক সেই কবিতাটা দেখে আশ্চর্য হয়েছিলাম। একজন বিখ্যাত কবি লিখেছিলেন সেই কবিতা।
তো তখনকার চৌর্যবৃত্তি আর এখনকার চুরির মধ্যে টেকনোলজির পার্থক্য আছে বটে, কিন্তু চুরি তো চুরিই। ঘৃণা এ লেখা চোরদের জন্য ।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
সোহেল আহমেদ পরান বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
নিলু বলেছেন: কথাগুলির যথার্থ্তা আছে , লিখে যান
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
সোহেল আহমেদ পরান বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
নিলু বলেছেন: কথাগুলির যথার্থ্তা আছে , লিখে যান
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২
সোহেল আহমেদ পরান বলেছেন: লিখে যাবার অঙ্গীকার রলো.।
ধন্যবাদ
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২
মিশু মিলন বলেছেন: হুম ঠিকই বলেছেন।
দিন তিনেক আগে দেখি আমার একটা কবিতা একজন ফেসবুকে পোস্ট দিয়েছ। আমি আমার ব্লগের লিংকটি নিচে দিয়ে বললাম, এ কাজ আপনি কেন করেছেন?
একটা মেয়ে লিখলো ফেবুতে আজকাল এসক কোন ব্যাপার না। যাইহোক, যুক্তিতর্কের পর অবশেষে লোকটা পোস্ট ডিলিট করেছে। চোরের চাইতেও ক্ষতিকর চোরের পক্ষে সাফাই গাওয়া লোকগুলো।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮
সোহেল আহমেদ পরান বলেছেন: আমিও একই ধরনের বিষয় ফেস করছি মিশু ভাই। এখনো তার প্রেজে আমার কবিতা শোভা পাচ্ছে। বিভিন্ন ব্লগে প্রকাশিত আমার সেই লেখার লিঙ্ক দেয়া সত্বেও। এ যেনো চোরের মার বড় গলা।
ঃঃচোরের মায়ের বড়ো গলা, স্বরটাও ভারি উচ্চ,
সাজিয়ে তিনি মিথ্যে বলেন, মিষ্টি গুচ্ছ গুচ্ছ।
কেউ নয় তার তূল্য
তার কথারই মূল্য
অবলীলায় সত্য মাড়ান, করেন সবি তুচ্ছ।ঃঃ
ধন্যবাদ মিশু ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
নিলু বলেছেন: কথাগুলির যথার্থ্তা আছে , লিখে যান