![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
সরকারি সব বেতনভাতা
যাচ্ছে দ্বিগুণ বেড়ে,
ছোট বড় চাকুরেগণ
উঠছেন কেশেঝেড়ে।
ব্যবসায়ী দোকানী সব
হ্যাঁরে রে রে রে রে
দাম হাঁকাতে লাগামছাড়া
‘পায় কে বল আমারে?’
বাড়িভাড়াও যাচ্ছে কম না
বাড়ছে মায়া ছেড়ে,
সুযোগবুঝে সেবাখাতও
ঠুকায় পেরেক ফেড়ে।
প্রাইভেট জবে আছে যারা
উঠছে না আর পেরে,
বাড়িভাড়া আর বাজারদর
আসছে যেনো তেড়ে।
মাথায় কুড়াল বেকার ভাবে
মাথায় কুড়াল বেকার ভাবে
আশা সবি মেরে,
‘জীবনচলার কঠিন পথে
পড়েছি কোন ঘেরে!’
সরকারি সব বেতনভাতা
যাচ্ছে দ্বিগুণ বেড়ে,
সমন্বয় যায় কি করা
ভালো্বাসার জেরে?
–
২১/৫/১৫
পাদটীকাঃ গতকাল বাংলাদেশ রাইটার্স গিল্ড’র অনুষ্ঠানে এই ছড়াটি “সমকালীন ছড়া”র পুরস্কারলাভ করে।
২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৯
সোহেল আহমেদ পরান বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন
২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪১
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: সত্যি সমসাময়িক।
২৩ শে মে, ২০১৫ রাত ৮:১০
সোহেল আহমেদ পরান বলেছেন: ধন্যবাদ /
ভালোবাসা জানবেন
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ দুপুর ১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: অভিনন্দন আপনাকে।
ভালো লেগেছে ছড়াটি