![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
নারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না?
নারী কেবল মানুষ তো নয়
মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে
নিগ্রহ – তা বর্গ সে?
নারী কভু আদরের বোন
কভু প্রাণের সখা সে
কেনো অযাচিত থাবা!
আদর পাখি চখা সে।
নারী হলো শান্তি-ছায়া
জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি
হয় যে লোভের ভোজই সে!
নারী তো আজ সমান তালে
মেধা এবং মননে,
ঘরে সে মমতাময়ী
যোগ্যও সে রণনে।
নারীর ভালোবাসার ঋণে
সবারই তো দায় আছে,
সেই সে নারীর অপমানে
কারোরই সায় আছে?
নারীর কেনো পথেঘাটে
থাকেই তবু নিগ্রহ?
কুলাঙ্গার সেই পুরুষ অংশ
মানুষ তোরা শীঘ্র হ।
-
সো আ প
২৩/৫/১৫
ছবিঃ ইন্টারনেট
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সোহেল আহমেদ পরান বলেছেন: ভালো লাগায় খুশী হলাম.।
অশেষ ধন্যবাদ
২| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
নতুন অভিনেতা বলেছেন: খুব সুন্দর! ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
সোহেল আহমেদ পরান বলেছেন: নতুন অভিনেতা ভাই, অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
৩| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
রিকি বলেছেন: নারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না? +++++++
ভালো লাগল। পোস্টে ২য় লাইক
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
সোহেল আহমেদ পরান বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম
ভালো থাকুন রিকি ভাই
৪| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: কবিতা ও ছবি দুটোই ভালো লেগেছে। ++
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সোহেল আহমেদ পরান বলেছেন: ভালোলাগায় অনেক খুশী হলাম.।
শুভকামনা রলো
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪
ফেরেশতা বলছি বলেছেন: ভালো লাগলো লেখাটা।