![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
মনের ভেতর বন্দি ব্যথা
ছাইচাপা তার দহন,
কেউ দেখে না বাইরে থেকে
সঙ্গোপনে বহন।
বিষের যাতন মন পোড়ে খায়
যায় না তো তা কহন,
চাঁদের আলো যায় না দেখা
সঙ্গী থাকে গ্রহণ।
কৃষ্ণ-সময় জীবন খুঁড়ে
দুঃখবেদী গহন,
মর্ম-ছেঁড়া অনল জ্বলে
চোখ বুজে তা সহন।
-
সো আ প
০৪/৯/১৫
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
প্রামানিক বলেছেন: চমৎকার । ধন্যবাদ