নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি যাই হোক, দেশ মানবতা সততার পক্ষে এক থাকি

কমজান্তা

মানবতার কথা বলি। বিবেকের বিচার মানি। অপরাধীর বিরুদ্ধে বলি সে যেই হোক, ডান বাম, মোল্লা মিষ্টার, সরকারী দল বিরোধী দল।

কমজান্তা › বিস্তারিত পোস্টঃ

জনদুর্ভোগ কমাতে জমায়েত শাহবাগ থেকে সোহরাওয়াদী উদ্যানে নেয়া যায় কিনা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

শাহবাগে আন্দোলন চলছে, এই আন্দোলন সফল করতে হবে। আবার জনদুর্ভোগ কমানোর বিষয়টি মাথায় রেখে যদি ৭মার্চের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া যায় কিনা তা ভেবে দেখার জন্য অনুরোধ করছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

বর্তমানবাংলা বলেছেন: আমার মনে হয় তা ঠিক হবে না

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

প্লাব২০১০ বলেছেন: আপনার কথা মন্দ নয়। তবে ভাবার বিষোয় আছে।। যুদ্ধ অপরাধিদের বাচানোর জন্য যদি সারাদেশে হরতাল হতে পারে তাহলে যুদ্ধ অপরাধীদের ফাসির দাবিতে জনগন একটু ছার দিবেন না কেন !! আমার মনে হয় জনগন এই সামান্য কস্ট ভুলে যাবেন বৃহৎ সার্থের কথা চিন্তা হলে। কারন যুদ্ধ অপরাধীদের ফাঁসি গনদাবি।। শুধু ছাগুরা বাদে

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

শাহরিয়ার রবিন বলেছেন: সোহরাওয়ার্দী উদ্যান তৈরি হয়েছিলো সময়ের ইশারায়, শাহবাগও এই সময়ের তৈরি। ইতিহাস কখনো প্ল্যান করে লেখা হয়না। সময়কে তার আপন গতিতেই চলতে দিন।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

এ্যানড্রোমিডা বলেছেন: রাজকার যতক্ষন বাংলাদেশে নিঃশ্বাষ নিচ্ছে ততক্ষন জনগণের দূর্ভোগের শেষ নেই -ওরা মরলেই সব দূর্ভোগ শেষ হবে। আন্দলোন যেখানে হচ্ছে সেখানেই থাকুক,

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

মুহাই বলেছেন: এখানেই থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.