| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমজান্তা
মানবতার কথা বলি। বিবেকের বিচার মানি। অপরাধীর বিরুদ্ধে বলি সে যেই হোক, ডান বাম, মোল্লা মিষ্টার, সরকারী দল বিরোধী দল।
শহীদ আহমদ যায়েদ স্মরণে
নিজাম উদ্দিন মাহমুদ
ফুটফুটে চেহারা তার অমায়িক আচরণ
মিষ্টি সুরে গান আর সুন্দর একটা মন,
সেই সুবাদে যায়েদ হয়ে ওঠে
সকলের প্রিয়, সবার আদরের ধন।
হটাৎ যখন লক্ষ্মীপুর
হিংস্রতায় ভরে যায়,
মানবতা বারবার,
হায়েনার কাছে হেরে যায়।
বারুদের গন্ধে নাক ডিবে আসে
বোমার আওয়াছে কান,
রক্ত দেখে চোখ বুজে আসে
কেঁদে ওঠে প্রাণ।
রক্তপিচ্ছিল পথে পালাবে কোথায়
চুপিসারেও ভীত
কেউ থাকছে চাঁদা দিয়ে
কেউবা হয়ে নত।
লাঞ্চিত মানবতাকে বাঁচাতে
প্রয়োজন যদি হয়,
রক্ত দিব, জীবন দিব
তবু মানবোনা পরাজয়।
এমন শপথ নিয়ে যায়েদ এগিয়ে যায়
সাহস নিয়ে বুকে,
হয়তো বিজয় নয় শাহাদাত
স্বপ্ন দেখে চোখে।
হায়েনার দল ঘিরেছে তাকে
আঘাত হেনেছে মাথায়,
হাতুড়ির আঘাতে লুটিয়ে পড়ে
কঁকিয়ে উঠে ব্যাথায়।
বুকের উপর লাপিয়ে ওরা
ভেঙ্গে দিয়েছে ঘাঁড়,
থেতলে দিয়েছে সারাটা দেহ
চূর্ণ করেছে হাঁড়।
রক্ত জোয়ার বয়ে চলেছে
বেরিয়ে গেছে মগজ,
হিংস্রতায় উল্লাস করা
পশুদের কাছেই সহজ।
অবশেষে মিলিত হবার প্রস্তুতি নেয়
প্রিয় মালিকের সাথে,
শাহাদাতের সুধা পান করে
নরপিচাশের হাতে।
যায়েদের সেই স্মৃতি থাকবে
অম্লান চিরকাল,
তারিখটা সতেরই আগষ্ট
ঊনিশ’শত নিরানব্বই সাল।
১৮ আগষ্ট’২০০৪ইং
©somewhere in net ltd.