নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!!

মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!! › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় বাস রুটের প্রথম মানচিত্র

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪





'First Bus Map of Dhaka' -ঢাকায় বাসের প্রথম মানচিত্র--বিষয়টি এবং মানচিত্রটির অনলাইন পিডিএফ ভার্সনটি দীর্ঘদিনের পরিচিত অনুজ একটিভিস্ট মুনতাসির মামুন ইমরান এর মাধ্যমে দৃষ্টিগোচর হ্ওয়া মাত্রই বেশ আনন্দিত হয়েছি।



নিঃসন্দেহে উদ্যেগটি প্রশংসার দাবিদার। বিশেষত মনে রাখতে হবে এ ধরনের উদ্যেগ আমাদের দেশে অবশ্যই প্রথম এবং ঢাকার মত প্রায় বসবাস অযোগ্য একটি অতিমাত্রায় জনবহুল এবং অব্যবস্থার বেড়াজালে আবদ্ধ রাজধানী শহরের জন্য এটি অভাবনীয় এবং প্রয়োজনীয়তো বটেই।







মানচিত্রটি মূলত আমেরিকার বোস্টন বেসড আরবান লঞ্জপ্যাড (Urban Launchpad) , এর বাংলাদেশ বেসড পার্টনার কেওকারাডং (Kewkradong) এবং ৮ জন সেচ্ছাসেবক দলের কয়েক মাসের কষ্টকর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে সম্পন্ন কিকষ্টার ক্যাম্পেইন (Kickstarter campaign) এর ফসল।



ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনর্দিষ্টি চিহ্ণিতকরণও সেভাবে করা নেই। ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে। এইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে সেচ্ছাসেবকদের নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে । তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে। মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে।



আজ থেকে ১১/১৫ বছর আগে , তখন হাতে মোবাইল থাকতোনা...বাসে বসে কিবা দাঁড়িয়ে মোবাইলে নেট ব্রাউজ করে সময় কাটানোর সুযোগ থাকতো না। মাথায় তখন বাস রুট নিয়ে অনেক আমি ভাবতাম। সেই সময়টাতে ঢাকায় এত বেশি বাসে চড়তাম যে আমার প্রায় সব রুটের নামই মুখস্ত ছিল। একবার কোন একজনকে মনে পড়ে আমি সবগুলো রুটের নাম লিখেও দিয়েছিলাম। যদিও সেই রুট আর বাস নম্বরে ইদানিং বেশ পরবির্তন হয়েছে, অনেক অনেক রুট বেড়েছে....গ্রাম থেকে আসা নতুন মানুষ কেনো এই শহরে বহুদিন বসবাস রত মানুষই এই এত ভীড় আর যানজটে রুট খুঁজে হয়রান হয়ে পড়ে রোজ। ঘর থেকে বের হয়ে ভাবতে হয়..কোন বাসে উঠব, কোন পথে সহজে যাব কোন গন্তব্য।

এমন একটা রুট ম্যাপ বা বাস ম্যাপ যাই বলি যদি পকেটে থাকে তবে সহজেই প্লান করা যাবে কিভাবে রওয়ানা হব কোন পথে সহজে।



ম্যাপটির বিষয়ে ম্যাপ প্রনয়নকারী টীমের অন্যতম সদস্য Urban Launchpad এর Albert Ching এর স্বাক্ষাৎকার পড়ুতে ক্লীক করুন .....Albert Ching এর স্বাক্ষাৎকার





মানচিত্রটির অনলাইন পিডিএফ ডাউনলোড লিংক।



মানচিত্রটি দেখুন এবং অংশ নিন ঢাকা বাসরুট মানচিত্র জরিপ এ।



Distributing 5,000 Paper Maps in Dhaka



অভাবনীয় এই উদ্যগেটির উত্তরোত্তর কার্যক্রমরে সাথে যুক্ত থাকতে এবং এটিকে পছন্দ করতে একটি সামান্য ক্লীকে যুক্ত হোন ফেসবুকে First Bus Map of Dhaka পেইজটির সাথে।









মন্তব্য ২৭ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: খূব ভালো একটা পোষ্ট।+

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

পথিক!!!!!!! বলেছেন: thanks

২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

মাসুক আহমেদ বলেছেন: ধন্যবাদ আমাদের উদ্দ্যোগ কে স্বাগত জানানোর জন্য, আসলে এই শহর তো আমাদেরই, একে দেখার দ্বায়ীত্বও আমাদের। সেজন্যই আমাদের এই ছোট উদ্দ্যোগ

৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

নতুন বলেছেন: Great work +++ :)

৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩

ধৈঞ্চা বলেছেন: বিশ্বের বড় বড় সিটির বাস রুট ও সাবওয়ের জন্য পৃথক এণ্ড্রয়েড এপস্ আছে। এ জন্য যে খুব বেশী হাইটেক স্পেশালিষ্ট হওয়ার দরকার তা নয়। গুগল-প্লেতে Bangla লিখে সার্স দিলে অনেক বাংলাদেশী এপস্ পাওয়া যায়। আশা করি কেউ না কেউ হয়ত ঢাকা বাস রুটের এপস্ও তৈরী করে ফেলবে।

৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

আন্ধার রাত বলেছেন:
অনেক ভাল উদ্যোগ এবং তার ফলাফল।
ধন্যবাদ।

৭| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৩

ভুলো মন বলেছেন: খুব ভাল উদ্যোগ। আর ব্লগারকেও ধন্যবাদ। এর আগে আমি মন্দের ভাল এই সাইট ব্যবহার করতাম! :( কিন্তু আমার সাইটটা ছিল বড্ড সেকেলে! :(
আপনাকে আবারো ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

পথিক!!!!!!! বলেছেন: এটা আগে দেখিনি। এটাও একটা ভালো উদ্যেগ তো বটেই।

৮| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

বোকামন বলেছেন:
কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি :-)

৯| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:


গ্রেট জব +++

১০| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

অবাক েরাবট বলেছেন: Many Thanks

১১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

পথিক!!!!!!! বলেছেন: প্রথম ঢাকা বাস ম্যাপ

১২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: দারুণ জিনিস! থেংকু।

আপনারে ম্যালাদিন বাদে দেখলাম। কবিতা লেখেন না এখন আর?

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

পথিক!!!!!!! বলেছেন: অবশ্যই। ও যে প্রাণের টানে। তবে কবিতা খুব কম ...গল্প নিয়মিত

১৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

এসএমফারুক৮৮ বলেছেন: ভালো একটা পোষ্ট।

১৪| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোষ্ট।

১৫| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মো: আতিকুর রহমান বলেছেন: কাজের জিনিস :)

১৬| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।

প্রিয়তে।

১৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ঢাকার বাসরুট নিয়ে আমার কিছু পরামর্শ, পড়ে দেখুন!
Click This Link

১৮| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা কাজ হয়েছে!! দারুন।
শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

ব্লগার কমল বলেছেন: নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ। আমি সাধারণত গুগল ম্যাপ ব্যবহার করে রাস্তা চিনতাম। তবে বাসের ব্যাপারে স্রেফ প্রত্যক্ষ ধারণাই ছিলো একমাত্র অবলম্বন। এটা সে দিক দিয়ে অনেক ভালো কাজ হয়েছে। যদিও আমার রুটের একমাত্র বাসের রুটটা চিহ্নায়ন হয় নি। :) তারপরও অভিনন্দন দলের সবাইকে।

২০| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

ইকথিয়ান্ডর বলেছেন: ডাউনলোড লিঙ্কে গেলে "failed to download" দেখাচ্ছে।
:( :(

২১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫০

scorpio6541 বলেছেন: খূব ভালো একটা পোষ্ট।+

২২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮

কর্নের পুনর্জন্ম বলেছেন: চমৎকার জিনিস

২৩| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২

ভুং ভাং বলেছেন: নিঃসন্দেহে চমৎকার উদ্দ্যোগ ।

২৪| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.