![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সুন্দর, সত্য পথে চলি, সত্য কথা বলি।
যারা মিস্টার জাকিরের লেকচারের শুনেছেন, তারা জানেন সে দুই নৌকায় পা রেখে কিভাবে দুই নৌকাই এড়িয়ে চলে। এটা তার মেধার পরিচয় নয়, এটা ভন্ডামী। কারণ সে ঈমান নিয়ে ভন্ডামী করছে।
একটি উত্তর দিন তো, কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার বাবা কয়জন? আপনি হলে বলবেন, 1 জন। কিন্তু মি. জাকির হলে বলবে, আপনি যদি বাবা বলতে গার্জিয়ান বুঝান তাহলে আমার বাবা 5 জন, আর বাবা বলতে উপার্জনকারী বুঝান তাহলে আমার বাবা 3 জন।
আমার কথা বিশ্বাস হল ন!
দেখুন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মহিলাদের থেকে নবী এসেছে কিনা। আর সে কি বলেছে!
সবাই দেখুন, প্রথমে জাকির নায়েক বলেছে, - ‘যদি নবী বলতে আপনি বুঝেন এমন এক ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে বানী গ্রহণ করেন ও যিনি মানব জাতির নেতা হিসাবে কাজ করেন তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি ইসলামে আমরা কোন নারী নাবী পাইনি’
সবাই খেয়াল করুন, এরপর সে কি বলেছে। জাকির নায়েক বলেছে, " যদি আপনি নবী বলতে বুঝান আল্লাহর প্রিয় ব্যক্তি তাহলে কিছু মহিলার উদাহরণ হল- বিবিমরিয়াম,আসিয়া,খাদিজা,ফাতেমা(রা)”
এর সপক্ষে ভন্ড ধর্ম ব্যবসায়ী জাকিরের এক অন্ধ ভক্ত বলতে চেয়েছেন, " জাকির এখানে তাদেরকে নবী বলেন নি বরং আল্লাহর প্রিয় ব্যক্তি বলেছে।"
কিন্তু খেয়াল করুন, জাকির নায়েক আল্লাহর প্রিয় ব্যক্তি বলতে কাদের বুঝিয়েছে? নবীদেরকে। আর তারপরই সে সম্মানিত মহিলাদের নাম বলেছে। তার মানে কি দাড়ায়? নবীর অর্থ কি আল্লাহর প্রিয় ব্যক্তি? এই সংজ্ঞা সে নিজেই দিল, তাকে কিন্তু কেউ বলে নি। এরপর সে নিজেই মহিলাদের থেকে উদাহরণ টানল।
এখন আল্লাহর প্রিয় ব্যক্তি তো একজন উম্মতও হতে পারে। অথচ সে ইশারায় মহিলাদের নবী দাবী করল যা তার ভন্ডামীর খোলস খুলে দিয়েছে।
এখন কথা হচ্ছে, নবী বলতে যদি আমি বুঝাই, এমন কথা আসবে কেন? ইসলাম কি বলে সেটা মি.জাকিরের কাছে জানতে চাওয়া হয়েছিল, সে যদি এটা হয়, সেটা হয় বলে কেন! ইসলাম কি তার মনগড়া?
এমন বেকুবের মত উত্তর দেয়ার কোন মানে আছে!
সে আলাইহাস সালাম না বলায় নাকি নবী দাবী করা হয় না। তাহলে আলাইহাস সালাম বললেই কি নবী দাবী করা হয়? যেমন: হযরত হাওয়া আলাইহাস সালাম, হযরত মরিয়ম আলাইহাস সালাম।
জাকির নায়েক তো ভন্ড আছেই, তার চেলাগুলাও এত মূর্খ কেন!
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
ভুলে ভরা জিবন বলেছেন: তার বই
রচনা সমগ্র এর খণ্ড-১ এর প্রশ্ন-উত্তর পর্ব
অধ্যায় এর ৬৭৭ পৃঃ
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০
ভোরের বাতাস বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে। উনি কোন লেকচারে এটা বলেছেন তার লিংকটা কি দেয়া যাবে? কাউকে এটা বললে সে তো আমার কথার সোর্স জানতে চাইবে।
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০
ভোরের বাতাস বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে। উনি কোন লেকচারে এটা বলেছেন তার লিংকটা কি দেয়া যাবে? কাউকে এটা বললে সে তো আমার কথার সোর্স জানতে চাইবে।
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১
ভোরের বাতাস বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে। উনি কোন লেকচারে এটা বলেছেন তার লিংকটা কি দেয়া যাবে? কাউকে এটা বললে সে তো আমার কথার সোর্স জানতে চাইবে।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৯
পূর্ণয় বলেছেন: সূর্য পূর্বে উঠে কিন্তু পশ্চিমে অস্ত যায়। সূর্য আমার মাথার উপর। এবং মাটি আমার পায়ের নিচে। এইবার আমি মাথা নিচে দিয়া ঠ্যাঙ উপরে তুলে হাতের উপর ভর করে মাটিতে দাড়ালাম। আগের শর্ত অনুযায়ী আমার মাথার উপর থাকে সূর্য সুতরাং মানুষ মাটি বলে যাকে ভুল করছে তা হল সূর্য আর আমার পায়ের নিচে যে সুবিধাল আকাশ দেখা যায়সাথে সূর্য চাঁদ দেখা যায় সবই হইল মাটির। পৃথিবী আপনার শশুড় বাড়ি। নিজের মত যা ইচ্ছা প্রলাপ বকতে থাকেন। বলা কথারে ঘুরায়া পেঁচাইয়া আজাইরা নিজের ওজন নষ্ট করতে থাকেন। আমার কি ? আপনি আমার কেডা ? ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
ভুলে ভরা জিবন বলেছেন: আপনার কথাগুলো জাকির নায়েকের মতই জর্জরিত ত্যানামার্কাই হয়েছে। তার লেকচার খুব শোনেন নাকি!
৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
ব্লগার ইমরান বলেছেন: আপনার যুক্তির বাহার দেখে জাকির সাহেবের ভক্ত আরোও বাড়বে।
যে যুক্তি দিছেন আমি ত পুরাই থ !
বুঝতাছি না। বাংলা ভাষা কি আমাদের সবারই নতুন করে পড়তে হবে নাকি আপনাকে আবার নতুন করে পড়তে বলবো বুঝতাছি না।
আচ্ছা যাক, জাকির ভন্ড । আর তালগাছও আপনাকেই দিয়ে দিলাম। তাল পাইড়া খান।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯
ভুলে ভরা জিবন বলেছেন: নতুন করেই পড়েন। উচু লেভেলের ব্যকরণ মেরেছি তো। বুঝতে কষ্ট হতে পারে
৭| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহাহহা ভুলে ভরা জিবন (জীবন) ভুল নামে থাকলে জীবনেও থাকবে আমার মত।
পোস্ট নিয়ে কিছু বলতে ভালো লাগছেনা।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১
ভুলে ভরা জিবন বলেছেন: দু:খজনক হলেও সত্য, আমি ছিলাম 'দুর্ধর্ষ'
৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
আন্ধার রাত বলেছেন:
সাধারন মানুষকে খুব চিকনভাবে ভুল তথ্য দিয়ে ইসলামের মূল ধারা থেকে সরিয়ে দেবার জন্য জাকির নায়েক জাতীয় অনেক মানুষের দেখা মিলছে এবং মিলবে আগামীতেও।
আমাদের দেশেও এখন খুবই সুক্ষভাবে ভুল মাসলা মাসায়েল ও তথ্য দিয়ে বেশ কয়েকটা বইও প্রকাশ করা হয়েছে।
বড় সমস্যা হচ্ছে ঝানু আলীম ছাড়া এ গুলোর পার্থক্য আমার/আপনার মত স্বল্প জানার লোকেদের পক্ষে বুঝা অসম্ভব।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭
ভুলে ভরা জিবন বলেছেন: সাধারণ মানুষ মিষ্টি হইলেই খুশি, সেকারিন দিয়ে বানাইলেও সমস্যা নাই
৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
িটউব লাইট বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহাহহা ভুলে ভরা জিবন (জীবন) ভুল নামে থাকলে জীবনেও থাকবে আমার মত।
পোস্ট নিয়ে কিছু বলতে ভালো লাগছেনা। :
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
ভুলে ভরা জিবন বলেছেন: দু:খজনক হলেও সত্য, আমি ছিলাম 'দুর্ধর্ষ'। নিক ফেরত চাই
১০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
জন রাসেল বলেছেন: যুক্তিবাদীরা একটু অন্যভাবেই কথা বলেন। কারণ তারা জানেন, একটা বলার পর সেই কথার বিরুদ্ধে কি কি পালটা আক্রমন আসতে পারে, সেটা মাথায় রেখেই তারা কথা বলেন। এজন্য তাদের কথা আমাদের বুঝতে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়।
উনি এভাবে বলেছেন কারণ উনি যদি সরাসরি বলতেন আসেনি, তখন আবার আপনার মত কিছু অতি জ্ঞানী এসে বলতো, "নবী বলতে তো আল্লাহর প্রিয় বান্দাদের বুঝায়। তাহলে মহিলা নবী আসলোনা কেমনে?"
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯
ভুলে ভরা জিবন বলেছেন: খোঁড়া যুক্তি আর কি!
১১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
এনজেল মাইন্ড বলেছেন: আল্লাহ আপনাকে এবং আমাদের সবাই কে হেদায়েত দান করুক।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮
ভুলে ভরা জিবন বলেছেন: মহান আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন
১২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২
মো কবির বলেছেন: ওরে বাবা এই দেহি আরেক মহা জ্ঞানী লোক।
প্রথমে সবাইকে বলে রাখি কিছু দুষ্ট অমুসলিম ডঃজাকির নায়েকের ভাব মূর্তি নষ্ট করার চেষ্টায় লিপ্ত আছে। তাই সবাইকে খুব সাবধান থাকবেন।
আর @ভুলে ভরা জিবন,
সত্যিই আপনার জীবনটাই মনে হয় ভুলে ভঁরা আর মনে হয় আজীবন ভুলেই থাকবেন।
কারন কুর'আনে মহান আল্লাহ পাক বলেছেন যে, "আমি যাদের হেদায়েত দিব তারাই শুধুই হেদায়েত পাবে"।
ওনার মতো জ্ঞান অর্জন করলেই কেবল আপনি বলতে পারতেন ওনার ভুল হয়েছে, নিশ্চয়ই আপনার সেই জ্ঞান এখনো হয় নি। নিশ্চয়ই আমার কথা অস্বীকার করতে পারবেন না।
তাই বলছি কার কাছে কিছু শুনে লাফাবেন তাতে পা ভাঙ্গতে পারে। আপনার যদি মনে হয় তিনি ভুল বলছেন তাহলে আপনিও ওনার মতো জ্ঞান অর্জন করে মানুষ সঠিকটা বলে দিন।
শুনেন মিয়া অল্প বিদ্যা ভয়ঙ্করী ভুলে গেছেন নাকি
????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
১৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২
মো কবির বলেছেন: ওরে বাবা এই দেহি আরেক মহা জ্ঞানী লোক।
প্রথমে সবাইকে বলে রাখি কিছু দুষ্ট অমুসলিম ডঃজাকির নায়েকের ভাব মূর্তি নষ্ট করার চেষ্টায় লিপ্ত আছে। তাই সবাইকে খুব সাবধান থাকবেন।
আর @ভুলে ভরা জিবন,
সত্যিই আপনার জীবনটাই মনে হয় ভুলে ভঁরা আর মনে হয় আজীবন ভুলেই থাকবেন।
কারন কুর'আনে মহান আল্লাহ পাক বলেছেন যে, "আমি যাদের হেদায়েত দিব তারাই শুধুই হেদায়েত পাবে"।
ওনার মতো জ্ঞান অর্জন করলেই কেবল আপনি বলতে পারতেন ওনার ভুল হয়েছে, নিশ্চয়ই আপনার সেই জ্ঞান এখনো হয় নি। নিশ্চয়ই আমার কথা অস্বীকার করতে পারবেন না।
তাই বলছি কার কাছে কিছু শুনে লাফাবেন তাতে পা ভাঙ্গতে পারে। আপনার যদি মনে হয় তিনি ভুল বলছেন তাহলে আপনিও ওনার মতো জ্ঞান অর্জন করে মানুষ সঠিকটা বলে দিন।
শুনেন মিয়া অল্প বিদ্যা ভয়ঙ্করী ভুলে গেছেন নাকি
????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
ভুলে ভরা জিবন বলেছেন: জ্ঞান অর্জন করলেই কি সুপথ পাওয়া যায় যদি মহান আল্লাহর রহমত না থাকে? বলুন তো, কার জ্ঞান বেশী- ইবলিশের নাকি জাকির নায়েকের?
ইবলিশের চেয়ে বড় আলেম আর কে আছে! ৬ লক্ষ
বছর ফেরেশতাদের তালিম দিয়েছে। কম বড় কথা নয়।
জাকির নায়েক কয়জনকে তালিম দিয়েছে?
সে কি ইবলিশের চেয়েও বড় আলেম?
১৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮
মো কবির বলেছেন: এই তো ভাই এই বার আপনি সত্য কথা বলেছেন, আমি তাই ধারনা করছিলাম যে আপনি ইবলিশের কাছ থেকে তালিম নিয়েছেন।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
ভুলে ভরা জিবন বলেছেন: আমি তো ভাই জাকির নায়েকের মত জ্ঞানী হতে পারি নি। জাকির নায়েকের জ্ঞান তো আকাশের সীমানা ছাড়িয়ে ইবলিসের দ্বারপ্রান্তে পৌছে গেছে
১৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
মদন বলেছেন: আরবীতে নবী মানে কি?
এক জায়গায় পেলাম
The word ‘Nabi’ (نبي)is derived from ‘Nubuwwat’ (نبوة). ‘Nubuwwat’ means ‘to be high’ and, thus ‘Nabi’means a ‘High person’: high in the presence of Allah
http://www.al-islam.org/prophethood/1.htm
সে হিসেবে জাকির নায়েক ভুল বলেছে বলে তো মনে হচ্ছে না।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২০
ভুলে ভরা জিবন বলেছেন: Hasina is a high person. তার মানে কি,আপনাদের মতে হাছিনা নবী?
মিস্টার জাকির নায়েকের মত এমন গাজাখুরি যুক্তি দিচ্ছেন কেন?
১৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২
এক্স ফ্যাক্টর বলেছেন: মদন বলেছেন: আরবীতে নবী মানে কি?
এক জায়গায় পেলাম
The word ‘Nabi’ (نبي)is derived from ‘Nubuwwat’ (نبوة). ‘Nubuwwat’ means ‘to be high’ and, thus ‘Nabi’means a ‘High person’: high in the presence of Allah
http://www.al-islam.org/prophethood/1.htm
সে হিসেবে জাকির নায়েক ভুল বলেছে বলে তো মনে হচ্ছে না।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪
ভুলে ভরা জিবন বলেছেন: আমি সিহাহ সিত্তাহের বাইরে কিছু মানি না, এমনকি মাযহাবের ইমামদেরকেও মানি না। কারণ আমি আহলে হাদিছ ও তার দাঈ বাপ জাকির নায়েকের চেলা। এই সংজ্ঞা সিহাহ সিত্তাহ তে নাই!
১৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১০
জাভেদ৫০ বলেছেন: ভাই জাকির নায়েক কে ভন্ড বলে আপনি কি জাহির করতে চাচ্চেন। জাকির নায়েকে জ্ঞানি প্রজ্ঞাবান ব্যক্তি সমাজে থাকলে , সেই সমাজে ধ্মীয় গোড়ামি লোপ পাবে। আমাদের দেশের কয় জন আলেম উনার মত মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। হাজার হাজার মানুশের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়ত অনেক সময় ভুল ভ্রান্তি হয়ত হতে পারে। আপনি ভুল নিয়ে টানাটানি করতেছেন। আমাদের দেশে অনেক লোক আছে যারা আমাদের নবী করিম (সাঃ) নুর না মাটি দিয়ে তেরী এটা নিয়ে বিতক করে। এটা বলতে চাচ্ছি এই কারনে যে, আমরা আসল কাজ না করে বাকি কাজ ফ্যাসাদে লিপ্ত থাকি। জাকির নায়ক যে ইসলামের কথা বলে ,সেভাবে আমরা চলতে পারলে ইসলাম দুতি চারদিকে ছড়িয়ে পড়বে।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
ভুলে ভরা জিবন বলেছেন: দুই লিটার দুধে এক ফোটা বিষ দিলে কি আপনি খাবেন?
আপনার দৃষ্টিতে কোন বিষয়ে আলোচনা করা আসল?
ঈমানহারা হওয়ার জন্য হাজারটা কুফরী করতে হয় না। কাদিয়ানীদের মত একটি কুফরী করলেই যথেষ্ট।
১৮| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
হেডস্যার বলেছেন:
আইছে যুক্তিবাদী হাবিবুল্লা !!
আজাইরা ত্যানা প্যাঁচাইয়া দোষ বাহির করছেন....
এইসব ভূগোল ব্লগে আইসা আর কত পড়াইবেন?
গদাম।
১৯| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
পুকুরপাড় বলেছেন: যে দেশে মুসলমানের ধর্মিয় স্বাধিনতা নাই , আযান দিতে দেয়না, কোরবানী করতে দেয়না , ইসলাম এর কথা বলতে দেয়না , অকারনে লক্ষ লক্ষ মুসলমান শহিদ করে, যে দেশে বিশ্বহিন্দু পরিষদ , নরেন্দ্র মদি, বিজেপি এর মত কট্রর ইসলাম বিদ্বেষী লোক থাকে সে দেশে কি করে একজন মুসলমান ফকির হয়েও কোটি কোটি টাকা খরছ করে টিভি চ্যানেল খুলে হিন্দু ধর্মের অসঙ্গতি নিয়ে কথা বলতে দিয়ে হিন্দুদের মুসল মান করতে দিবে ?যে দেশে কিছুদিন পুর্বেও সরকারী বাহিনী সরাসরি গুলি করে মুসলমান শহিদ করেছে । তারা কেন এই নালায়েক টাকে ইসলাম প্রচার করতে দিবে ?
যে দেশে ইমরান হাশমি , শাবানা আজমির শুধুমাত্র মুসলমান নাম থাকার কারনে বাড়ী তো দুরের কথা ফ্লাট ও কিনতে পারেনা , এমন কি শারুখ খান কে নিয়ে যারা বাকা কথা বলে সে দেশে কি করে ইসলাম এর কথা বলতে দিবে ?
মানুষের আকল সমঝ নষ্ট হয়ে গেছে । জাকির নালায়েক যে কাফিরদের গড়া একটি বাতিল ফিরকা তা মানুষ বুঝতেছেনা । তা না হলে এখন পর্যন্ত কোন হিন্দু জাকির নালায়েক এর বিপক্ষে কিছু বলেনা কেন ? যেমন আমেরিকা বলেনা সউদি আরবের বিপক্ষে । মুলত সকল বাতিল ফিরকা, বিধর্মীদের বন্ধু ।আর বর্তমানে সবছেয়ে বড় ফিতনা হল এই নালায়েক ।
২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩
ভুলে ভরা জিবন বলেছেন: হিন্দুদের দেশে মঞ্চে দাড়িয়ে হিন্দুদের ধর্মএর ভুল ধরছে। আর হিন্দুরা মনের সুখে হাসিতে হাসিতে মঞ্চ থেকে বিদায় নিল। এটাই কি ভারতের চিরায়ত রূপ?
তাহলে, ইইতিহাস কি মিথ্যা! সেই হিন্দু জাতি কি ভারত ছেড়ে চলে গেছে যারা বাবরি মসজিদ ভেংগে দিয়েছিল?
ষড়যন্ত্র অনেক গভীর।
২০| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০
এস এইচ খান বলেছেন: হা হা হা.....হোগারবাগীর চ্যাংড়া গেলমান
২১| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
পাস্ট পারফেক্ট বলেছেন: আম একটি সুস্বাদু পুষ্টিকর ফল, কলাও একটি সুস্বাদু পুষ্টিকর ফল। এখন কি আম আর কলা এক হইলো? তর্কের খাতিরে তর্ক করেন সমস্যা নাই।
২২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭
েজ আলম বলেছেন: এসব পোস্ট করা হয় অধিক অধিক কমেন্ট পাওয়ার জন্য। তাই এসব পোস্টে আমি কখনো কমেন্ট করি না।
সবারই উচিত এ ধরনের পোস্ট এড়িয়ে চলা।
এসব পোস্ট পড়ার কারনে তারা আরো বেশি উৎসাহী হয়।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
ভুলে ভরা জিবন বলেছেন: উচিত কথা কইলেই দোষ!
কমেন্ট করার জন্য ধন্যবাদ
২৩| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪
রুক্ষ আমি বলেছেন: তার একটা জিনিস আমার থেকে অবাক লাগে,তিনি নামকরা এক ইসলামিক স্কলার তার এতা তো জানা থাকা উচিত টাই হচ্ছে খ্রিস্টানদের ক্রুশ চিহ্নের প্রতীক যেটা মুসলমান হিসেবে পরা হারাম।তবুও নানা অনুষ্ঠানে তাকে দেখি অবলিলায় টুপির সাথে টাই পরে হাজির হচ্ছেন।বিষয় কেমন যেন বেমানান।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
ভুলে ভরা জিবন বলেছেন: জাকির নায়েক কেন টাই পড়ে?-একটি খোড়া যুক্তির
খন্ডন..
http://shobujbanglablog.net/23942.html
২৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
নিরব বাংলাদেশী বলেছেন: ওকে মেনে নিলাম জাকের নায়েক খ্রিস্টান হিন্দুদের দোসর, তার কথা আর কানে তুলবো না। এখন বলেন আমার কানে কোন কোন মুসলিম স্কলারের কথা ঢুকাবো যাকে নিয়ে কেউ কোনদিন কোন প্রশ্ন তুলে নি, বলবেন কোরআন হাদিস পড়তে... সেটা কি এতই সহজ? বাংলায় পরবো... বাংলায় তো আরবির হুবহু অনুবাদ অনেক শব্দের হয়না আবার আরবি ভাষায় একই শব্দের অনেক অর্থ...তাহলে আরবি ভাষা জানা এবং বুঝা লাগবে- এখন বলেন ইসলাম কি এতই কঠিন? একজন সাধারন রিকশা ওয়ালা তাহলে কি করবে? আপনি কখনো গেসেন রিকশা ওয়ালা কিছু বুঝানোর জন্য- তাহলে উপায়? ভুল বের করা কত সহজ তাইনা, কিন্তু সমাধান???
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০২
ভুলে ভরা জিবন বলেছেন: অবশ্যই ইমাম মুজতাহিদগণের ফতোয়া দেখতে হবে।
কিন্তু এই জাকির নায়েক ও তার আহলে হাদিছ গ্রুপ ইমাম-মুজতাহিদগণের ফতোয়া ও ইজমার ঘোর বিরোধিতা করে থাকে, ভুল বের করতে চায়।
তাদের ধারণা, তারাই গবেষণা করে সঠিক জিনিস পাচ্ছে, আর সাহাবী, তাবেয়ী ইমামগণ ভুল করেছেন। তাই তারা মাযহাবের মাসয়ালা মানবে না। তারা মনগড়া রিসার্চ করে। আর অহরহ ভ্রান্ত, কখনো কুফরী ফতোয়া দেয়।
তাই হাদিছে আসছে, তোমরা কার কাছ থেকে দ্বীন শিখছ, তাকে দেখে নাও
২৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
মো কবির বলেছেন: তাই হাদিছে আসছে, তোমরা কার কাছ থেকে দ্বীন শিখছ, তাকে দেখে নাও
কোন হাদিসে আছে ভাই তুই কয়তো ??
আবার বললেন, "ইমাম মুজতাহিদগণের ফতোয়া দেখতে হবে" ।
তাহলে আপনি কেন এখানে তাদের কুত্তা হিসেবে এসে লিখছেন, তাদের এসে বলেন তার ভুল শুধরে দিতে।
আপনি যেহেতু এই সব বুঝেন না তাহলে আপনি কিভাবে ওনাদের ভুল ধরবেন।
বেশি জানার ভাব না লইয়া হিয়া মানিয়া চলিবেন,
”আমর(রাঃ) থেকে বর্ণিত, যে একবার নবী(সাঃ) আবুদল্লাহ ইবনে আমর(রাঃ) কে বললেন, হে আবুদল্লাহ ! যখন তুমি নিকৃষ্ট লোকদের সাথে অবস্থান করবে, তখন তোমার অবস্থা কি হবে ?
তাদের অঙ্গীকার পূরণ করা হবে না, আমানতের খিয়ানত করা হবে, তাদের মধ্যে মতৈক্য দেখা দিবে। তখন আবদুল্লাহ(রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ, তখন আমি কি করব ? তখন নবী(সাঃ) বললেন, যা তুমি শরীয়ত সম্মত বলে জানো তা গ্রহণ করো আর যা শরীয়ত বিরোধী বলে মনে করবে তা বর্জন করবে। আর তুমি নিজকে নিজে বাঁচাবে, আর সাধারণ লোককে তাদের অবস্থার উপর ছেড়ে দিবে।” ---- বুখারী শরীফ-১ম খণ্ড(৪৬৪)
।
০।
২৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
খেয়া ঘাট বলেছেন: ব্লগার ইমরান বলেছেঃ আর তালগাছও আপনাকেই দিয়ে দিলাম। তাল পাইড়া খান । হাহাশে।
কিন্তু তাল কীভাবে খেতে হবে সেটা বলে না দিলে কেমনে হবে???
২৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮
মো কবির বলেছেন: আর আরেকটি কথা,
আমেরিকার পি এইচ
ডি ধারী ডঃ উইলিয়াম ক্যাম্বেল
যিনি কিনা বহু বছর ধরে কোরআনের
বৈজ্ঞানিক ভুল
আছে বলে মুসলিমদের চ্যালেঞ্জ
ছুড়ে দিয়েছিলেন
এবং তার সাথে কেউ চ্যালেঞ্জ করার
সাহস পেত
না । কই আপনার সেই ইমাম মুজতাহিদেরাতো তার ভুলটা ভাঙ্গাতো দুরের কথা তার সাথে কথা বলতে সাহস করেনি, সেখানে,
২০০০ সালের দিকে ডাঃ জাকির
কোরআন যে কোন
ভুল নেই সেটাতো প্রমাণকরেছেন ই
উল্টা বাইবেলের
অসংখ্য ভুল রয়েছে তা প্রমাণ করেছেন
এবং ডঃ উইলিয়াম ক্যাম্বেল
তা মেনে নিতে বাধ্য হয়েছেন
।
তার পর তিনি হিন্দু পণ্ডিত
শ্রী শ্রী রবী শংকর এর
সাথে ডিবেট করে প্রমাণকরেন
যে হিন্দু
ধর্মে মূর্তিপূজা হারাম ।
এপর তার বৈদ্ধ পণ্ডিত দালাই লামার
সাথে ডিবেট হওয়ার
কথা ছিল কিন্তু তিনি কথা দিয়েও
পড়ে পিছপা হন কারণ
ডাঃ জাকির নায়েক আজ পর্যন্ত কোন
ডিবেট এ পরাস্ত
হন নাই কারণ তিনি কোরআন
এবং হাদিস দ্বারা প্রমাণ
করেন আর এ জন্যই আল্লাহ্ তার
সাথে আছেন ।
তবে আফসোস লাগে কিছু মানুষ
তাঁকে নিয়ে বলে তিনি নাকি বলেছেন
কোরআনে ব্যাকরণগত ভুল
আছে নাউজুবিল্লাহ !!!
একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখুন
যে মানুষটি সারা বিশ্বজুড়ে ইসলামের
শ্রেষ্ঠত্ব প্রমাণ
করেছেন যিনি কোরআনের ভুল নেই
প্রমাণ করেছেন সেই
নাকি কোরআনে ভুল আছে বলেছেন ,এটি আজকের কিছু বিদআতি মুসলিম ভাই বলে বেড়াচ্ছে । তো এই বার বুঝতে চেষ্টা করুন।
২৮| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
রিফাত হোসেন বলেছেন: ড: জাকির সাহেব কিছু মত ব্যাখ্যা করেন। এটা হারাম নয়। যেহেতু ঐসব কিছু বিষয়ের সুনির্দিষ্ট সমাধান থাকে না। ঐ ক্ষেত্রে তার ঐ যুক্তি যদি যুক্তি সম্মত আমার মত শ্রোতার না হয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখান করতে পারি। কিন্তু এর পরপরই আমি তাকে ভন্ড আখ্যা দিতে পারি না। শত হোক সে মানুষ সে ভুল করতে পারে না? মক্কা মদীনার মসজিদের ইমাম কি ভুল করতে পারে না? বা ভুল চিন্তায় থাকতে পারে না? নাকি তাদের কাধেঁ ১টা ভাল ফেরেশতাই ঘুরঘুর করে!
সে শিরক করছে না, অন্যকে কষ্ট দিচ্ছে না। আপনার গায়ে লাগছে কেন?
যা ভাল লাগে না বা গ্রহনযোগ্য নয়, সেটাকে এরিয়ে যান বা প্রতিবাদ করতে পারেন। কিন্তু সরাসরি উগ্রপন্থীদের মত আঘাত শোভন নয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০
ভোরের বাতাস বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে। উনি কোন লেকচারে এটা বলেছেন তা লিংকটা কি দেয়া যাবে? কাউকে এটা বললে সে তো আমার কথার সোর্স জানতে চাইবে।