![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সুন্দর, সত্য পথে চলি, সত্য কথা বলি।
পুরাতন হিসাব বাদ দিয়ে নতুন হিসাব করা হবে। ঠিক আছে।
কিন্তু নববর্ষ পালনের নামে বেপর্দা, বেহায়াপনা, হুজ্জোতি, বেলেল্লাপনা, মাতলামি করা- এসব কি!
বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আরবী নববর্ষ ইত্যাদি সবই ইহুদী-নাছারা, বৌদ্ধ, মজুসী-মুশরিক অমুসলিমদের তর্জ-তরীক্বা।
সাধারণভাবে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশীদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে এই নওরোজের প্রবর্তন করেছিল এবং এ ধারাবাহিকতা এখনো পারস্য তথা ইরানে নওরোজ ঐতিহ্যগত নববর্ষের জাতীয় উৎসব পালিত হয়। ইরান থেকেই এটা একটি সাধারণ সংস্কৃতির ধারা বেয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ এবং ভারত উপমহাদেশে প্রবেশ করে।
আর নতুন বছরকে নিয়ে বেশি মাতামাতি করতে গিয়ে কত পাগলামি না চলে!। এসব পাগলামি বন্ধ করে তার পরিবর্তে ভাল কিছু কাজের ঐতিহ্য ধারণ করা উচিত।
বিস্তারিত জানতে....
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯
ব্লগার রানা বলেছেন: behaya pona? jar ja khushi koruk,apnar amar ki?
ontoto mukto mot prokashe?
shob kisu islam-i POV theke dekhate
chaile ei juge ar ta shomvob na
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
ধুত্তরি বলেছেন: @রানা ভাই
সমস্যা এইখানেই| সবাই বেশি ইসলামিক হয়ে গেসে| আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও শুধুমাত্র যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ মারছে আর গনিমতের মাল ভেবে মা বোনদের ইজ্জত লুটছে তাদের ফাঁসি চেয়ে আজকে হয়ে গেসি "নাস্তিক"|
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
ভুলে ভরা জিবন বলেছেন: খুনি রাজাকরদের ফাসি চাই
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
ধুত্তরি বলেছেন: কেন, খারাপ কি? পোলাপান একটু আনন্দ উল্লাস করে | মানলাম তার মধ্যে হয়ত কিছু খারাপ ঘটনা ঘটে| কিন্তু সেইটা শতকরা কতভাগ? তিন থেকে পাঁচের বেশি হবে না| যারা বেলেল্লাপনা করে, তারা খালি নববর্ষে না, সারা বছরই করে| ঐগুলারে লেকচার দিয়া ঠিক করতে পারবেন না| অন্য রাস্তা মাপেন|
আপনেরা হুজুরেরা মনে করেন একটু আনন্দ উল্লাস করলেই নাজায়েজ কাজ হয়ে যায়, না? কই পান এইসব?