নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ যাত্রী...

আমি এক অজানা পথের পথিক...

পথ যাত্রী

আমি অজানা পথের পথিক....আজো পথ খুজে বেড়াই.

পথ যাত্রী › বিস্তারিত পোস্টঃ

জীবন যখন জার্মানিতে : ০১ (বোনাস একটা দিন, আর শেষ বিদায়)

২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

১০ অক্টোবর, ফ্লাইট ঢাকা থেকে জার্মানী, রাত প্রায় ১২ টা। "check in" এ অপেক্ষা করছি, কখন লাগেজ গুলো চেক করাতে পারব। দূর থেকে দেখছি, বাবা-মা, আপা-দুলাভাই, বাবু আর ছোট বোন। সবাই অধির আগ্রহে দেখছে আমাকে, ভাবছে কোন সমস্যা হল কি না ! হ্যা, সমস্যা, তবে আমার না, connecting plane delayed তাই, আজকে আর আমাদের কে ঢাকা থেকে দোহা তে নিচ্ছে না। জানা মাত্রই দূর থেকে বুঝিয়ে দিলাম ওদেরকে যে আমি আজকে যাচ্ছি না। সবার মুখে হাঁসি, সাথে আমিও যেন একটা দিন বেশী পেয়ে গেলাম। আরো ২৪ ঘন্টা থাকতে পারবো কাছের মানুষদের সাথে।

একটা দিন যেন ছিল একেবারেই বোনাস এর মত। বোনাস কিছু যেমন মানুষ যথার্থ ভাবে কাজে লাগাতে চায়, আমিও তার ব্যতিক্রম করলাম না। কিছু প্রিয় মুখ শেষ মুহূর্তে দেখা, শেষ সময় গুলো একসাথে থাকা।

আবারো, বিদায়ের সময় ! গাড়িতে আমার পাশে আম্মা বসে ছিল। অনেক রাত, আম্মা ঠিক আমার কাধে ঘুমিয়ে পড়েছিল, হাঠাত মনে হল, এ কি হারাতে যাচ্ছি আমি !!! বার বার চোখ মুছেও পানি ধরে রাখাটা কঠিন ছিল। গাড়িতে সেদিন নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে পেরেছিলাম কি না আমি জানি না।

গাড়ি থেকে নেমে নিজেকে আর রাখতে পারি নি, আপা কে জড়িয়ে কেঁদেই ফেললাম। ইচ্ছে করলেই এই ভালবাসা পাবো না, ভাবতেই নিজেকে শক্ত করাটা কঠিন ছিল। এবার আর একদিন বোনাস পাই নি। যেতেই হবে। " Check in" শেষ করে "immigration" এ যাবার আগে ছিল শেষ বিদায় নেয়া।



পাশের সিটে বসে থাকা মেয়েটা বিদায় নিচ্ছে, বাবা-মা কে সালাম করছে। আর, বুকে জড়িয়ে ধরে কান্না। ভাবতে আঁতকে উঠলাম, এখন আমাকেও বিদায় নিতে হবে।

জার্মানিতে যাওয়ার জন্য এতো দিনের এত চেষ্টা আর প্রস্তুতির পর এখন একদম যেতে ইচ্ছে করছে না। থেকে গেলেই তো হত, ভালোই তো ছিলাম। একটা চাকরী, ছোট্ট পরিবার, আর ভালবাসার কাছের মানুষ। একদিকে এতো ভালবাসার মানুষজন,আরেক দিকে নিজের এতো দিনের চেষ্টার সফল বাস্তবায়নে এগিয়ে যাওয়া। নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। শুধুই কি নিজের জীবনের সাফল্যই আমার দায়িত্ব ছিল নাকি এই মানুষগুলার জন্যও আমার দায়িত্ব আছে। আবার ভাবি, না, ওদের জন্যই হয়ত আমার আজকের এতো দুরের পথযাত্রা।

কাছের এত মানুষ জন কে এতো কাছে আবার কবে পাবো যানি না। আম্মাকে জড়িয়ে শেষ বিদায়, আজ বার বার মনে করায়ে দিচ্ছে..." নতুন এই পৃথিবী, সময় কত দ্রুত, আর আমি কত একা। "

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৪

নানাভাই বলেছেন: এটাই জীবন.........।
সময় মানুষকে কঠোর হতে শেখায়।
প্রিয়জন দূরে চলে যায়
ছোট হতে থাকে পৃথিবী
আর প্রিয়দের চেহারাও অস্পস্টের পর অস্পস্ট হতে থাকে!
শুভ হোক আপনার বিদেশ যাত্রা।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

পথ যাত্রী বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: লেখাটি পড়তে পড়তে ১৮ মাস আগের কথা মনে পড়ে গেল। আমিও জার্মানি আছি। আপনি কোন স্টেটে আছেন ?

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯

পথ যাত্রী বলেছেন: আমি মাগডেবুর্গে থাকি। স্যাকছেন-আনহাল্ট স্টেট এ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

পথ যাত্রী বলেছেন: আপনি কোথায় থাকেন?

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

চাঙ্কু বলেছেন: কিছুদিন পরে রোবট হয়ে যাবেন। চিন্তাইয়েন না

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫২

পথ যাত্রী বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। ঠিক বলেছেন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

গিগান্তেন  বলেছেন: আপনার লেখাটা পরে নিজের কষ্টের কথা মনে পড়ল,তবে খুব ভালোই লিখেছেন!আপনি জার্মানিতে কি করেন জানতে পারি?

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫১

পথ যাত্রী বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। আমি জার্মানিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: আমি ফ্রান্স আর সুইজারল্যান্ড এর বর্ডারের কাছের ছোট একটা শহর ওফেনবুর্গ এ থাকি।আউসবিল্ডুনজ করছি । আপনি কি বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি (বিসাগ) গ্রুপ এ আছেন। না থাকলে জয়েন করতে পারেন। আশা করি উপকারে আসবে ।https://www.facebook.com/groups/BSAAG/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.