নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপ্রদজের কথন

পাপ্রদজ

পাপ্রদজ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবিরের শুক্রবারের পরিকল্পনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

*** ছদ্মবেশে আগামীকাল জামায়াত-শিবির যা করবে তা নিচে দিলাম। সতর্ক হোক। প্রস্তুত থাকুন। শেয়ার করুন। ছড়িয়ে দিন ***



“এতক্ষণ অনেক পেপার, পেইজ আর শিবিরের এক বন্ধুরে ফোন দিয়া ব্যাপারটা ১০০% কনফার্ম হইলাম। কালকের মিছিলে কোথাও জামাত-শিবিরের নাম থাকবে না। ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ নামের ব্যানারে মিছিল স্টার্ট হবে। কিন্তু মিছিলে নেতৃত্ব দিবে জামাত আর শিবিরের লিডাররা। মিছিল থেকে পুলিশকে উষ্কানি দেয়া হতে পারে, তাহলে পুলিশ মিছিলে এটাক করবে , জামাত-শিবির চোরাগোপ্তা ভাবে পালাবে কারণ তাদের এই ব্যাপারে ট্রেনিং দেয়া আছে, আর মার খাবে সাধারণ জনতা। তখন আম-জনতা পুলিশ তথা সরকারের উপরে ক্ষেপবে। এভাবে জামাত-শিবির এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছে। আর বাইচান্স,পুলিশ মিছিলে গুলি করলে দুই একজন সাধারণ মানুষ মারা পরলে তাদের আর পায় কে? এভাবে সাপও মরবে, লাঠিও ভাংগবে না।



একটা পেইজে পরলাম, আরণ্যক নামের একজন বলেছেন, ”একটু আগে একজন ইনবক্সে জানালো আগামি কালকে জুম্মার নামাযের পর জামাত-শিবির নাকি ভয়ংকর নাশকতা মূলক কিছু একটা করার চেষ্টা করতে পারে। সবাইকে একটু সাবধান এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এরকম নাশকতামুলক কিছুর আভাস পেলে সাথে সাথে নিকটস্থ থানায় জানান। এবং এই খবরটি দয়া করে ফেসবুকে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি।”



আর শিবিরের বিভিন্ন পেইজে কালকের আন্দোলন নিয়ে অনেক কথা শেয়ার করছে, যা চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন, আন্দোলনটা কারা করছে, কাদের প্লেন করা হচ্ছে।



তাই, ধর্মপ্রাণ ভাইয়েরা, দয়া করে জামাত-শিবিরের ফাঁদে পা দিবেন না। আপনার জীবন নিয়ে তারা তাদের গেম প্লান করছে, আপনার জীবনের কোন দাম তাদের কাছে নেই। সময় থাকতে সাবধান হোন।



যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।

জয় বাংলা।



(নিয়াজ মোর্শেদ ভাইয়ের লেখা)



ব্লগলিংক

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

কলাবাগান১ বলেছেন: জামাতি দের আশায় গুড়ে বালি... মনে করেছিল ধর্ম ব্যবসার মাধ্যমে শাহবাগের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে কিন্তু বাংলার মানুষ ধর্মান্ধ না... গতকালের শাহবাগে জমায়াতে, কারো কোন প্ররোচনা ছাড়াই যে লক্ষ লক্ষ লোক সমাবেশ হয়েছিল, তাতেই জামাতি দের মনের ভিত নাড়িয়ে দিয়েছে.....


চরিত্র হনন করার জন্য, ব্লগার দের পিছনে নারী লেলিয়ে দেওয়া কেইস ও বোধ হয় খুব সহসাই শুনা যাবে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

পাপ্রদজ বলেছেন: মানুষ আর আগের মতো বোকা নেই।
এই বিষয়টা ছাগুদের মগজে আবার ঢোকে না।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

রাফা বলেছেন: যুদ্ধাপরাধিদের বিচারের প্রশ্নে জামাত উন্মাদ-এর মত আচরন করবে এটাই স্বভাবিক।
ওদের রাজনিতীর কবর রচিত হোচ্ছে,ওরা মরণ কামড় দেবেই।তবে বাংলার জনগণ এখন অনেক সচেতন।যার প্রমাণ শাহাবাগ।

কিন্তু আপনার বন্ধু শিবির, তারমানে আপনিও কি শিবির ব্যাপারটা জানি কেমন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

পাপ্রদজ বলেছেন: আসলে এক স্যারের মুখে শুনেছিলাম, একজন লোক সম্পর্কে যদি জানতে চাও, তাহলে সে কি বই পড়ে, কারা/কেমন তার বন্ধু-বান্ধব - সেসব দিক দেখলে সেই ব্যক্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

পথের দাবী বলেছেন: গতকালকের যে উপস্থিতি ছিল, তারা সবাই কি শাহাবাগের উদ্দেশ্যে এসেছিল নাকি বই মেলায় এসেছিল এবং শাহাবাগে একটু ঢু মেরে গেছে....।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

পাপ্রদজ বলেছেন: ছাগুর দল যে ডরাইয়া গেছে, তাতে কোনো সন্দেহ নাই।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

কলাবাগান১ বলেছেন: আপনার মত জামাতি মনভাবাপন্ন কেউ ঢু মারতে শাহবাগে যাবে না....... যারা গিয়েছে, তারা মনের টানেই গিয়েছে @পথের দাবী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

পাপ্রদজ বলেছেন: একদম ঠিক বলেছেন

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

আবু তাশফীন বলেছেন: যুদ্ধাপরাধীরা নিপাত যাক। তবে ইসলামবিরোধী লেখার বিরুদ্ধে জনগণের এই প্রতিবাদ সঠিক।

আপনার কথা যদি সঠিক হয়, তবে সরকার কোন পথে? এটা পড়ুন:

ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র


বাক স্বাধীনতার নামে ধর্মের অবমাননা রুখে দাঁড়ান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

পাপ্রদজ বলেছেন: Excuse me!
যেই পত্রিকার সম্পাদক এমন (লিংক দেখুন) কথা বলেন সেসব লোকের পত্রিকার খবরাদির দিকে নজর দেই না।

http://i.imgur.com/51USJVA.jpg

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩

সৈয়দ মবনু বলেছেন: ভাই, যারা ছদ্মনামে লিখেন তাদের নিয়ে আমার সন্দহ আছে। কার্ল মার্কস বলেছেন সমালোচনাও এক প্রকার প্রচারনা। এদেশে জামায়াতে ইসলামের এতো পপ্রচার-প্রসারের মূলে কাজ করেছে বামদের হঠকারিতা। এই যে তারা শাহবাগে তেরদিন `ক' তে কাদের মুল্লা, জ তে জামায়াত ইত্যাদি চিল্লায়ে শেষ পর্যন্ত ছেড়ে দে মা কেদে বাঁচি কর্মসূচি দিয়ে পালিয়ে গেলো তাতে বেশি লাভ হয়েছে জামায়াতে ইসলামের। যারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলছেন তারাও মূলত জামায়াতের উপকারই করছেন। শিবিরকে এখন আর ঐতিহাসিকভাবে রাজাকার বলা যায় না, কারণ শিবিরের জন্ম বাংলাদেশ হওয়ার বেশ পরে। যদি আগের ছাত্র সংঘ থাকতো তবে বলা যেতো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

পাপ্রদজ বলেছেন: আপনার কথার সাথে একমত হতে পারলাম না।

গলা ফাটিয়ে চিল্লিয়ে লাভ যারা বোঝেন, তারা ঠিকই সেটা অনুধাবন করতে পারেন। উদাহরণস্বরূপ এতটুকু বলি, শাহবাগ চত্বরের আন্দোলনে এক ভিখারী মহিলাও দিনের ভিক্ষার্জিত অর্থ ছেলে-মেয়েদের মুড়ি-গুড় কিনে খাইয়ে দিয়েছেন, নিজে না খেয়ে। সর্বশেষ কবে দেখছেন এমন ঘটনা। ক্রিকেটার, গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, প্রফেসর, ছাত্র, দিনমজুর - যখন একসাথে গলায় গলা মিলিয়ে একসুরে একই শ্লোগানে মুখরিত হয়, তখন সেটা সেই মানুষদের মিলনকেই বোঝায়। এতসব ভিন্ন ভিন্ন লোকেদের মধ্যে প্রাণের মিলন আছে বলেই যে শৌচাগার এক রিকসাওয়ালা ব্যবহার করে, সেটা ফ্ল্যাটে বড় হওয়া ধনীর ঘরের দুলালও করতে পারে। এবং করে দেখিয়েছে শাহবাগে। এই একাত্বতা বাংলাদেশের ইতিহাসে আমার যতদূর মনে পড়ে '৯০ এর গণঅভ্যুথানের সময় সর্বশেষ হয়েছিল। গণতন্ত্র এর পরে এসেছিল।
শাহবাগের আন্দোলন কি ফসল এনে দেবে সেটাও সময়ই বলে দেবে। কিন্তু কোনো না কোনো গঠনমূলক সুপথ অবশ্যই এনে দেবে, যেমনভাবে '৯০ এর পর এনেছিলো।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

মিশনারী বলেছেন: হুজুরা আসতেছে, নাস্তিকরা ভাগতেছে ।জামাতি বলে নাস্তিকরা পার পাবে না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

পাপ্রদজ বলেছেন: একাত্তরে হিন্দু হিন্দু বলে মেরেছে, এখন নাস্তিক নাস্তিক বলে মারার পায়তারা করছে ছাগুগুলো। ছুটির ঘন্টা এবার তোদের বেজে গেছে।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩

েরজাউল ফারুক বলেছেন: গাজার কল্কেয় টানটা একটু বেশি পড়ে গিয়েছিল, ঠিক না? তাই এসব খবর পাচ্ছেন। আচ্ছা বলুনতো পৃথিবী ধ্বংস হবে কবে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

পাপ্রদজ বলেছেন: অই মিয়া, সাবধান হতে বলেছি আমার ব্লগার ভাইদের যাতে আর কাউকে রাজীব ভাইয়ের মতো অকালে না মরতে লাগে। এতে দোষের কী দেখলেন? নাকি আপনেও ওই দলের ... ছাগুগোষ্ঠী?

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

কাজ করে খাই বলেছেন: @ সৈয়দ মবনু

একই কথা সব খানে পেষ্ট করছেন! সমস্যা কি?

লেজ দেখা যায় তো!

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

মিশনারী বলেছেন: আসছে আসছে তওহিদি জনতা আসছে, নাস্তিকরা ভাগছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

পাপ্রদজ বলেছেন: আপনারাই যদি শুধু তওহিদি জনতা হোন, তাহলে দেশের এতো এতো আলেম, ইমাম এরা বুঝি সবাই নাস্তিকবাদী, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.