নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন

ব্যর্থ মানুষ

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলের সাইবার স্পেসে বাংলাদেশি হ্যাকারদের হামলা

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

অব্যাহতভাবে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরাইলের নৃশংসতম হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের শীর্ষ হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। এরই মধ্যে তারা কয়েক দফায় ইসরাইলের সাইবার স্পেসে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার থেকে এ হামলা শুরু হয়েছে বলে জানা গেছে। দুই দফায় কয়কশ’ ইসরাইল সাইট হ্যাক হয়েছে। হ্যাক হওয়া সাইটগুলোতে করুণ সুরের মিউজিক দিয়ে রেখেছে হ্যাকাররা। ইসরাইলে হামলা প্রসঙ্গে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা এডমিন রোটেটিং রটোর গতকাল জানিয়েছেন, আমরা সফলভাবে দ্বিতীয় দফা ইসরাইলের সাইবার স্পেসে হামলা চালিয়েছি। ইসরাইলে সাইটগুলোতে নিম্নোক্ত বার্তা দিয়ে এসেছি :



This site has been Hacked by Bangladesh Grey Hat Hackers. Our message to all stinky Israelis: You were born to go to Hell, you keep attacking our brothers and sisters, We keep attacking on your cyberspace. Last but not Least, "Allahu Akbar". Greetz To : Ablaze Ever, Rotating Rotor, Core Tuner, Venture, Sam, Grey Hat Victorious, Salim, Bokamanush, Matrix, Himel, Noha, Madiha, Space fighter.. All Muslims and Bangladeshis..



এই দুই মিশনে হামলা চালিয়েছেন অ্যাব্লেজ ইভার এবং রুট এক্সপাইলট। সার্বিক তত্ত্বাবধান করেছেন রোটেটিং রটোর এবং তাদের স্পেশাল সাইবার অ্যাটাক্ট অ্যান্ড সোলভেশন সার্ভিসের (এসসিএএসএস) সদস্যরা। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের হ্যাকাররা জানিয়েছেন, যত দিন ইসরাইলের হামলা চলবে, ততদিন তাদের সাইবার হামলা অব্যাহত থাকবে।



Click This Link











মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

নাজ_সাদাত বলেছেন: এটা প্রতিবাদের একটা পথ। আর একটা পথ হল চিরস্থায়ী বিশ্বশান্তির জন্য ইহুদী মুক্ত বিশ্ব। সেই কাজটা ও করা দরকার দেশে দেশে।

২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

একিউমেন০৮ বলেছেন: চালায় যাও।

৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেদের সংশোধনি যেমন লাগবে তেমনি লাগবে সকল ক্ষেত্রে সমান তালে আঘাত !!

চলুক।

পাশাপাশী হ্যাকার ভাইদের অনুরোধ করব... সউদদের সাইটে হ্যাক করে তাদের অকমর্ণ্যতার মেসেজ দেয়া হোক।

তারা বিশ্ব মুসলিমের প্রতি যে উদাসীনতা এবং ইসলামের নীতির বাইরে যে কাজ করছে তার জন্য সতর্ক করে বিভিন্ন সৌদি, মিশরিয়, সাইটে আরবী ইংরেজীতে সতর্কতা বাণী দিতে পারেন যদি দেন।

কারণ তাদের উদাসীনতার জন্যই বিষফোড়া ইসরাইল এত বাড় বাড়ছে।

আজকে সৌদি আরব একটা ধমক দেক..আমেরিকার ভ্যাংক থেকে টাকা ফিরিয়ে নিক... সব সুড়সুড় করে লাইনে চলে আসবে!!

অথচ হারামীরা ব্যাস্ত ইউরোপিয়ান কলগার্ল নিয়ে!!!!!!!!

৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

দাকুড়াল বলেছেন: এগিয়ে যাও।

৫| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

জাহাঙ্গীর জান বলেছেন: আমরা মুসলমান মুসলমানদের হত্যা করছি জেহাদের নামে আমরা জানিনা জেহাদ কার সাথে করতে হয় ।

৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৬

মাহাভুব আল হাছান বলেছেন: চালিয়ে যান মহান আল্লাহু আপনাদের সহায় হবেন ।
আর মহান আল্লাহু মুসলমানদের শত্রু ইহুদী দের উপরে অবস্যই গজব নাজীল করবেন । এত শিশু বাচ্চা এবং এত মা বোনদের রক্তের চিৎকার কি মহান আল্লাহু শুনবেন না অবশস্যই শুনবেন এবং ঐসব ইহুদীদের উপরে মহন আল্লহু
গজব নাজীল করবেন ।
ও আমার ব্লগার ভাইয়েরা আমরা সবাই মিলে একটু করে চেষ্টা করতে কি পারি না ওদের ওয়েব সাইট গুলোটে হ্যক করার জন্য ।

৭| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

রাফসান বড়ুয়া বলেছেন: ফাক ইসরাইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.