নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন

ব্যর্থ মানুষ

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন › বিস্তারিত পোস্টঃ

গাজানীতির প্রতিবাদে ব্রিটিশ প্রতিমন্ত্রী সাইয়েদা ভার্সির পদত্যাগ

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

ফিলিস্তিনের গাজা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সি। পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ভার্সি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম ক্যাবিনেট মন্ত্রী।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে গতকাল মঙ্গলবার পেশ করা পদত্যাগপত্রে সাইয়েদা ভার্সি লিখেছেন, চলমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ‘অসমর্থনযোগ্য’ এবং তা যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের জন্য অনুকূল নয়। এটি দেশে ও আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্যের সুনামের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। খবর এএফপি ও ইনডিপেনডেন্টের।

সাইয়েদা ভার্সির পদত্যাগ প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য একটা বড় আঘাত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও জাতিসংঘের আশ্রয়শিবিরে তাদের বিমান হামলার জোরালো ভাষায় নিন্দা না করায় দেশে সমালোচনার মুখে পড়েছেন ক্যামেরন। বিরোধীরা ছাড়াও তাঁর রক্ষণশীল দলেরই বেশ কয়েকজন এমপি এ জন্য সমালোচনামুখর হয়েছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত এ মন্ত্রী গতকাল অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁর অ্যাকাউন্টে লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেছি। আমি আর সরকারের গাজাবিষয়ক নীতি সমর্থন করতে পারছি না।’

সাইয়েদা ভার্সি গাজার চলমান রক্তপাত নিয়ে টুইটারে নিয়মিতভাবে তাঁর মতামত ব্যক্ত করে আসছিলেন। টুইটারে ৩৫ হাজারের বেশি লোক তাঁকে অনুসরণ করে।

ভার্সির পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেন, ব্যারনেস ভার্সি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী দুঃখিত। পাশাপাশি তিনি মন্ত্রী ও বিরোধী দলের সদস্য উভয় ভূমিকায় তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। অন্যদিকে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এর নিন্দা করে বলেছেন, ‘এটি হতাশাজনক ও অপ্রয়োজনীয়।’

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বলেন, জাতিসংঘ গাজার আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করে ঠিকই করেছে। তবে ওই হামলা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ভাষ্যমতে ‘নৈতিকভাবে চরম আপত্তিকর ও অপরাধমূলক কাজ’ কি না, সে প্রশ্নের জবাব দেননি তিনি।

২০১০ সালে ক্যামেরনের জোট সরকার ক্ষমতায় এলে সাইয়েদা ভার্সিকে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল। তবে ২০১২ সালে তাঁকে মূল ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাবিষয়ক দায়িত্ব পালন করছিলেন। সাইয়েদার বাবা-মা পাকিস্তান থেকে অভিবাসী হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন। ২০০৭ সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য হন।

গত সপ্তাহে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড ক্যামেরনের সমালোচনা করে বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়ে তাঁর ‘নীরবতা ব্যাখ্যাতীত’।

গাজা নিয়ন্ত্রণকারী কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলা বন্ধের যুক্তি দিয়ে শুরু করা এবারের ইসরায়েলি অভিযানে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ হিসাবে এর ৬৮ শতাংশের বেশি বেসামরিক লোক। বিশেষ করে বিপুলসংখ্যক শিশু হতাহত হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

টয়ম্যান বলেছেন: পত্রিকায় পরছি :(

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: পত্রিকার কথাই শেয়ার দিছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.