নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির সাথে একাত্ম হওয়া

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

কামরাজ

প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা

কামরাজ › বিস্তারিত পোস্টঃ

ষড়ঋতুর গান

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

Boishakh Ashe

বৈশাখ আসে চৈত্রের শেষে পেরিয়ে একটি বছর,

ধ ম পম ধ ম পম মমম ম প মগ

কত হাসি গানে কুহু কলতানে কাটিয়ে স্মৃতির প্রহর

প প ধপ প প ধপ র্স র্স ণর্স ণধ

না না না অতীতকে ভোলা যাবে না

ণ ধ প ধধধ পপ পগ ম

বারো মাসে এই দেশে ক্রমে ছয় ঋতু আসে

র্স র্স র্সর্স র্সর্র র্রর্স র্সর্স র্সর্স র্সর্র র্রর্স

বৈশাখ জ্যৈষ্ঠতে গ্রীষ্ম;

র্স র্স র্সর্সর্রর্র র্সর্স

আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার জলে ভাসে

মম ম মম মম মম ম মম মম

বন্যার নিদারুণ দৃশ্য

প ধ প ধ পম

না না না সে স্মৃতি মোছা যাবে না

ণ ধ প ধধধ পপ পগ ম

ভাদ্র আশ্বিনে শরৎ আসে

র্স র্স র্সর্সর্র র্স র্স র্স

সুখের স্বপ্নে যত চাষীরা হাসে;

র্স র্স র্স র্রর্স র্স র্স র্স

কার্ত্তিক অঘ্রানে হেমন্ত দিন

ম ম ম ম ম ম ম

বসুমতী শোধ করে কৃষকের ঋণ।

প ধ প ধ প ম

না না না কোন শ্রম বৃথা যাবে না।

ণ ধ প ধধধ পপ পগ ম

পৌষ আর মাঘ মাসে শীতের সকাল

র্স র্স র্স র্সর্র র্স র্স

ফাল্গুন চৈত্রে বসন্তকাল

র্স র্স র্স র্সর্র র্স র্স র্স

খেজুরের রস আর পিঠা উৎসব

ম ম ম ম ম ম ম

আনন্দে নেচে উঠে ফুল পাখি সব

প ধ প ধ প প ম

না না না কোন সুখ উড়ে যাবে না

ণ ধ প ধধ ধ পপ পগ ম

কথা ও সুর - ডাঃ প্রবীর আচার্য নয়ন

(এ গানে ষড়ঋতুর সৌন্দর্য তুলে ধরা হয়েছে। গানটি সর্বরাগে ও সর্বতালে সুর ও স্বরলিপি করা হয়েছে। )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুর রাগ বুঝি না।
কিন্তু বোঝার চেষ্টা করেছি। ভাল লেগেছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.