![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা
কি কথা তোমাকে বলতে চেয়েছি
শুনতে চাওনি কভু
নানা ছলে আর কৌশলে তা
বোঝাতে গিয়েছি তবু
ফিরিয়ে দিয়েছ অবহেলা ভরে
আভিজাত্য নিয়ে
কাঙ্গালের মত দুয়ারে সতত
প্রতীক্ষীত প্রিয়ে
জীবন প্রদীপ জ্বলতে জ্বলতে
হয়ে এল নিভু নিভু
দেখতে চায় যে শুধু এ নয়ন
তোমার একটু হাসি
দূর থেকে দেখে হয়ে উঠে মন
আনন্দ উচ্ছ্বাসী
এটুকু করুণা পাব কি পাব না
এইতো ভাবনা প্রভূ।
কি কথা তোমাকে বলতে চেয়েছি
শুনতে চাওনি কভু
নানা ছলে আর কৌশলে তা
বোঝাতে গিয়েছি তবু
ফিরিয়ে দিয়েছ অবহেলা ভরে
আভিজাত্য নিয়ে
কাঙ্গালের মত দুয়ারে সতত
প্রতীক্ষীত প্রিয়ে
জীবন প্রদীপ জ্বলতে জ্বলতে
হয়ে এল নিভু নিভু
দেখতে চায় যে শুধু এ নয়ন
তোমার একটু হাসি
দূর থেকে দেখে হয়ে উঠে মন
আনন্দ উচ্ছ্বাসী
এটুকু করুণা পাব কি পাব না
এইতো ভাবনা প্রভূ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১
গেন্দু মিয়া বলেছেন: "দূর থেকে দেখে হয়ে উঠে মন
আনন্দ উচ্ছ্বাসী
এটুকু করুণা পাব কি পাব না
এইতো ভাবনা প্রভূ।"
কবিতাটা কি প্রেমিকাকে লেখা নাকি 'প্রভু'-কে লেখা?
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
রাধাচূড়া ফুল বলেছেন: ভালো লাগল।