নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

তোমার আওয়াজ থেমে যাবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

তোমার আওয়াজ থেমে যাবে

হয়তো কোন বুলেটে

নয়তো লাঠির আঘাতে।

নয়তো থেমে যাবে

কোন ব্যধির আক্রমণে।

তুমি পেরেছো আওয়াজ দিতে

পারো নি আওয়াজ নিতে।

তোমার আওয়াজে

হয়তো ছুটে আসবে

কিছু মানুষ তোমার কাছে।

আর আমার আওয়াজে

সেই মানুষই বানাবে

শত্রু করে চিরতরে

তোমার আওয়াজ থামিয়ে দিয়ে।

তাই বলি তোমাকে

শিখো না আওয়াজ দিতে।

শেখো আওয়াজ নিয়ে

নতুন করে নিজেকে গড়ে নিতে।

আমার আওয়াজে

তুমি চলবে।

নয়তো থেমে যাবে

তোমার আওয়াজ চিরতরে।

জাতিস্মর হয়ে জন্ম নিয়ে

বলে যেতে চাই তোমাকে।

তোমার আওয়াজ থেমে যাবে

যেদিন ভূত হয়ে দেখা দেবো তোমাকে।

তুমি কি পারবে সেদিন আমাকে দেখে

মুখ ফুটে আওয়াজ দিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.