নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৭


পথের আছে লোভ লালসা, মন্দিরেতেও তাই
শ্মশানেতে কিছুই নাই, দেহ পুড়ে ছাই।
কত কিছু চায়রে মানুষ, দেবী কামাক্ষায়
আমি যেন জ্বলতে পারি এটাই আমি চাই।
কামাক্ষার দেখা আমার নতুন কিছু নয়
স্মৃতির পাতায় খুঁজে ফিরি বিজয় কৃষ্ণ দুলাল পাল।
পরিবর্তন যতই করুক, গর্ভগৃহ একই
জোড়হাতে প্রণাম করি, মনের ইচ্ছা ঠিকই।
দেহ পুড়ে ছাই হয়েছে
কি আর চাইবো তোমার কাছে।
যেন আমি জ্বলতে পারি তোমার প্রদীপ হয়ে
শ্মশানেতে অবশেষে খুঁজে পেলাম সত্যটাকে।
সত্য আছে যেথায়
লোভ লালসা নেইকো সেথায়।
শ্মশানেতে দেহ পুড়ে হলো যখন ছাই
লোভ লালসা থাকবে কোথায়, দেহ যখন নাই।
শ্মশানেতে সত্য আছে, লোভ লালসা নাই
মন্দিরেতে লোভ লালসা যেন বেড়ে যায়।
সবাই আসে মন্দিরেতে চাওয়া পাওয়ার তরে
কষ্ট হলেও লাইনেতে থাকে ধৈর্য্য ধরে।
শ্মশানেতে কেউ আসে না, সত্য সেথায় জ্বলে
চাওয়া পাওয়ার দেহটাকে পুড়ে ছাই করে।
শিব কেন নিয়ে এলো আমায় কামাক্ষায়
স্মৃতির পাতা উল্টে দেখি, আমি বিজয় কৃষ্ণ দুলাল পাল।
সবকিছু চেনা আমার, কিছুই ভুলি নাই
কামাক্ষাকে ডেকে বলি, আমি প্রদীপ জ্বলতে চাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.