নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসামাজিক শাকিল

অসামাজিক শাকিল

জীবনকে এমনভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা লুকাতে না হয়

অসামাজিক শাকিল › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রী (দেশপ্রেমিক বনাম রাজাকার)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

তত্ত্ববধায়ক সরকারের আমলে কোন কোন মন্ত্রীকে ফখরুদ্দিন ছুঁতেও পারেনি?? তারা হচ্ছেন জামায়াতের আমীর নিজামী ও সেক্রেটারী জেনারেল মুজাহিদ। যারা মন্ত্রী থাকাকালে মন্ত্রানালয়ের এক টাকাও এইদিক ঐদিক করে নাই, এমনকি সরকারের তরফ থেকে পাওয়া গাড়ি টেলিফোনের বিলও সামান্য উনিশ বিশ হয় নাই।

বাংলাদেশে যখন এই ধরনের মন্ত্রী দরকার বলে আমরা সবাই এক বাক্যে স্বীকার করি ঠিক তখন এই ধরনের সৎ, যোগ্য সাবেক মন্ত্রীদের ফাঁসি আদেশ শুনে উল্লাস করি।

কই আপনাদের দেশপ্রেমিক মন্ত্রীরা তো এইরকম সৎ হতে পারে না। ১৯৭১ সালে রাজাকার থাকলেও (যদিও ছিল না), ২০০২ এর পরে মন্ত্রীত্ব পেয়ে তো রাজাকারি করে নাই বরং সততা ও যোগ্যতার সাথে নিজের পাওয়া দায়িত্ব পালন করছে যাতে দেশের উন্নতি হয় আর যারা ১৯৭১ এ মুক্তিযোদ্ধা ছিল (যদিও অনেকে ছিল না), পরবর্তীতে মন্ত্রী হয়েছে তারা তো গত ৪২ বছর ধরে এই দেশকে লুঠেপুটে খাচ্ছে।

কি করতে পারছে?? এই বাংলাদেশে যা কিছু আছে তার সবকিছুই হয় বৃটিশ বা পাকিস্তান সরকার করেছে নয়ত এরশাদ সরকার করেছে। আপনাদের দেশপ্রেমিক আওয়ামী ও বিএনপি মন্ত্রীরা এইদেশে কি করছে??

আবুল হাসান বা সুরঞ্জিত বা তারেক রহমানের মত দেশপ্রেমিক মন্ত্রীর চেয়ে নিজামী মুজাহিদের মত রাজাকার মন্ত্রী বাংলাদেশের প্রতিটি ঘরে জন্মালেই দেশের উন্নতি হবে।

আমি আজীবন এইসব রাজাকার মন্ত্রীকে সমর্থন করে যাব।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: ছোটকালে একটা ভাবসম্প্রসারণ পড়ছিলাম "দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য।" আশা করি আপনিও পড়েছেন এবং বুঝেই পড়েছেন।
আজীবন এইসব রাজাকার মন্ত্রীকে সমর্থন করে যাব।
স্যরি ভাই, আপনার সাথে একমত হইতে পারলাম না।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

অসামাজিক শাকিল বলেছেন: রাজাকার পরিত্যাজ্য ভালো কথা। সুরঞ্জিত আর আবুল হাসান কি পরিত্যাজ্য নয়????

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১০

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: জানতাম আসামাজিক , তবে আপনি যে ভুল তথ্য প্রদানকারী ও শিবিরের সদস্য তা জানতাম না

তারেক রহমান কবে মন্ত্রী হয়েছিল বাপধন ?

তার বিরুদ্ধে তোদের মঈন-ফকরু থেকে হাসিনা আপা কোন প্রমান হাজির করতে পারে নাই কেন?
সে কোন দুর্নীতি করতে পারেনা ,কারন সে জিয়াউর রহমানের সন্তান , কোন রাজাকারের সন্তান না, বা মুক্তিযুদ্ধের চেতনা ফেরিওলার সন্তান না ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫

অসামাজিক শাকিল বলেছেন: তারেক রহমান ভবিষ্যৎ মন্ত্রী। আপনার কোন সন্দেহ আছে???
গত আমলে কে সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়েছিল সেটা বাংলাদেশের সবাই জানে আপনি একজন ছাড়া।
জিয়াউর রহমান কি জমিদার ছিল??? না থাকলে তারেক রহমানের এত সম্পত্তি আসলো কোথাথেকে???

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

আলাপচারী বলেছেন: আপনি বুঝেছেন ব আকার ল অর্থাৎ কলম:

মিলিটারীরা লেফট্ রাইট করতে করতে ঘিলু হাটুতে নামিয়ে ফেলে। তাই দূনীর্তি বলতে ১/১১ র সময় ওরা বুঝতো ট্যাকা বেশী কামাইছে কেঠা ওরে ধর।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সবচেয়ে বেশী প্রমাণীত দূনীর্তি হয়েছে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রীকে ছুয়েও দেখে নাই। কেন তা জানেন সকলেই।

সিটি কর্পোরেশনে কিংবদন্তী তূল্য দূনীর্তি হয়েছে, মেয়রকে কিছুই বলেনি। শুনেছি গরুর দুধ দোয়ানোর মতো মেয়রকে প্রতিদিন দুইয়ে উর্দিপরা মানুষ কোটিপতি হয়েছে।

দূনীর্তি বলতে আর্থিক লুটপাটই একমাত্র লক্ষণ ধরে নিয়ে আর্থিক লুটপাটে জড়িত মন্ত্রীদের ধরে গরুর মতো শুধু দুইয়েছে। ...মাল উর্দিতে ভরেছে।

মুজাহিদ / নিজামী দূনীর্তির অন্যতম প্রধান শাখা দলীয় করণ ও অনৈতিক সুপারিশ পন্থায় মহান যোগী। কত হাজারে হাজারে জামায়াতী কর্মী ঐ দুই মন্ত্রণালয়ে ঢুকিয়েছেন তা একটু খোঁজ নিয়ে বাল ছাল লিখতে বসুন।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩

অসামাজিক শাকিল বলেছেন: খোঁজটা আপনি নিয়ে সমীকরণটা প্রকাশ করে আমার সাথে শেয়ার করুন যদি গালাগালি করা ছাড়া অন্য কোন ক্ষমতা আপনার থাকে।

৪| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০২

নিষ্‌কর্মা বলেছেন: আসলেই তো এই দুই বদমাইশকে কেন তিনোদ্দিনের সরকার ধরল না? এরা শুনেছিলাম অনেক টাকা ঢেলেছিল জায়গা মত। সে জন্য কিছুই হয় নাই এদের।

আরো শুনেছিলাম, জামাত না কি শুরু থেকেই তিনোদ্দিনের প্রধান উদ্দিনের সাথে টেকা-পয়সা নিয়া রাজাকারি করে নাই। সেই জন্য জামাত জোটের সব মন্ত্রীরে ধরলেও এই দুইটারে ধরে নাই তিনোদ্দিনের সরকার।

আরেকটা কথা, তখন ধরা খায় নাই তো কি হৈসে, এখন তো জনমের ধরাডা খাইছেতারা যে ১৯৭১ সালে রাজাকার ছিল (যদিও জামাত শিবির তা স্বীকার করে না) সেইটা বাঙলাদেশের কোর্ট অব ল'-তে রেকর্ড হয়ে থাকল। সরকারের নথিতে স্বীকৃত হয়ে থাকল। এই ফরমাল দায় থেকে মুক্ত করতে জামাত জোটের অন্যতম নেত্রীর মহাচতুর উকিলে আমিরের জন্যেও অনেক কষ্টের হবে, অন্যতম প্রোপাগান্ডা বিশেষজ্ঞ মহামধুরেরও কষ্ট হবে

যাই হোক, সব কথা শেষ কথা, দুর্জন বিদ্বান হৈলেও পরিত্যাজ্য

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯

অসামাজিক শাকিল বলেছেন: শেখ হাসিনাও কিন্তু দুর্জন বিদ্বান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.