নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসামাজিক শাকিল

অসামাজিক শাকিল

জীবনকে এমনভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা লুকাতে না হয়

অসামাজিক শাকিল › বিস্তারিত পোস্টঃ

Thanks to Benjamin for breaking my f**king mic

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬


আমেরিকার পেন্স্যালভানিয়াতে ১৯৯৯ সালে বেঞ্জামিন বার্ণলীর হাত ধরে এই ব্যান্ডের উৎপত্তি। লিড ভোকাল ও গিটারিস্ট বেঞ্জামিনের সাথে ছিলেন ড্রামার হ্যামেল। “প্ল্যান ৯” নামেও এই ব্যান্ড পরিচিত।

সেচুরেট, উই আর নট অ্যালোন, ফোবিয়া, ডিয়ার এগোনি এবং ডার্ক বিফোর ডন এই পাঁচটি স্টুডিও অ্যালবামের সাথে আছে একটি কম্পিলেশন অ্যালবাম।
মূলত হার্ড রক, অল্টারনেটিভ রক করে ব্রেকিং বেঞ্জামিন। স্পেসিফিকলি পোস্ট গ্র্যাঞ্জ এবং অলটারনেটিভ মেটাল বলা যায়।
ব্যান্ডটি ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত অকার্যকর ছিল। এর মধ্যে কম্পিলেশন অ্যালবামের অনুমতি এবং আর্থিক লেনদেন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে ব্যান্ড মেম্বাররা। যার ফলে ২০১১ সালে লিড গীটারিস্ট অ্যারন ফিঙ্ক এবং বেজ গীটারিস্ট মার্ক কেলেপাস্কিকে ব্যান্ড থেকে অব্যাহতি দেয়া হয়। ব্যান্ডের কার্যক্রমই অস্থবির হয়ে পড়ে। সবাই যখন অনুমান করে নিচ্ছে ব্রেকিং বেঞ্জামিন আর ফিরে আসবে না তখনই ২০১৪ সালের আগস্টে নতুন মেম্বার নিয়ে ফিরে আসে ব্রেকিং বেঞ্জামিন এবং অ্যালবাম রিলিজ করে।
নাম নিয়ে একটি মজার ঘটনা আছে –
একদিন রাতে পারফর্ম করছিল বেঞ্জামিন। হঠাৎ তার হাত থেকে পরে মাইক্রোফোনটা ভেঙ্গে যায়। মাইক্রোফোনের মালিক দৌড়ে এসে বললেন - "Thanks to Benjamin for breaking my f**king mic." তারপরেই ব্যান্ডের নাম ব্রেকিং বেঞ্জামিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে “প্ল্যান ৯” নামে পরিচিত ছিল।
বর্তমান সদস্যরা হচ্ছেন – ভোকাল এবং গিটারিস্ট বেঞ্জামিন, গিটারিস্ট জ্যাসেন রাচ, ব্যাক ভোকাল এবং রিদম গিটারিস্ট কেথ ওয়ালেন, বেজ গিটারিস্ট অ্যারন ব্রাক এবং ড্রামার শন ফইস্ট।
“হলো ২” গেমটিতে “ব্লো মি এওয়ে” গানটি ব্যবহার করা হয়। তাছাড়া “ডাবলু ডাবলু ই রেসলমেনিয়া”তে “ফায়ারফ্লাই” , “রং টার্ন” মুভিতে “উইশ আই মে” এবং “হেলবয়” তে “সো কোল্ড” গানটি ব্যবহার করা হয়েছে।
ব্রেকিং বেঞ্জামিন “গিটার হিরো” গেম এবং “স্মলভিল” টিভি সিরিজেও উপস্থিত ছিল।

যে গানগুলো শুনতে পারেনঃ
১) ব্লো মি আওয়ে
২) দ্যা ডায়েরী অফ জেন
৩) আই উইল নট বাউ
৪) ব্রেথ
৫) গিভ মি এ সাইন
৬) ব্রেক মাই ফল
৭) অ্যান্থিম অফ দ্যা অ্যাঞ্জেলস
৮) সো কোল্ড
৯) ডিয়ার অ্যাগনি
১০) সুনার অর লেটার

ডাউনলোড করুন এই লিংক থেকে

মন ছুঁয়ে যাওয়া কিছু গিটারের কাজ শুনতে চাইলে ব্রেকিং বেঞ্জামিন শুনুন।
শুনে ভাল না লাগলে টাকা ফেরত গ্যারান্টি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ''ইফ আই হ্যাড টু, আই উড পুট মাইসেলফ রাইট বিসাইড ইউ...অ্যান্ড আই ডোন্ট মাইন্ড ইফ ইউ সে দিস লাভ অ্যাজ লাস্ট টাইম.....আই স্টিল ট্রাই টু ফাইন্ড মাই প্লেস ইন দ্যা ডায়েরি অফ জেন.........!''
আহা! ডেইলি না হলেও দুয়েক দিন পর পর গানটা শোনা হয়।

১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৩

অসামাজিক শাকিল বলেছেন: বেশী সেরা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.