![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার আপামর জনগণ মেটালের সাথে পরিচিত নয়। উঠতি বয়সী কিছু ছেলেকে তবে আজকাল মরবিড অ্যাঞ্জেল আর মেগাডেথে টিশার্ট গায়ে ঘুরতে দেখা যাচ্ছে। অর্থহীনের ক্যান্সারের নিশিকাব্যও তরুণদের মাঝে খুব সাড়া ফেলেছে।
তবে তরুণীরা এখনো সেই পপেই আটকে আছে। খুব কম সংখ্যক মেয়েই মেটালের প্রতি আগ্রহ দেখায়।
কিন্তু অন্যান্য দেশের মেয়েরা অনেক আগেই মেটালের মাঝে ডুবে আছে। কনসার্ট মাতাচ্ছে। এমনি হেভী মেটাল টিশার্টের অনেক মেয়েই বাইরের রাস্তায় দেখা যায়।
এইরকম কিছু মেয়ে মিলে তাদের প্রিয় ব্যান্ডগুলোর ট্রিবিউট ব্যান্ডও করে। ফলে বিভিন্ন নামীদামি ব্যান্ডের বেশ কিছু অল ফিমেল ট্রিবিউট ব্যান্ডও আছে। ট্রিবিউট ব্যান্ডগুলো আসল ব্যান্ডের সাথে নাম মিলিয়ে রাখে এবং ঐ ব্যান্ডের গান গুলোয় কভার করে।
আজ শুধু ট্রিবিউট ব্যান্ড গুলো নাম জানাবো।
১। Ac Dc –এর ট্রিবিউট ব্যান্ডগুলো হলঃ Ac dShe, Hell's Bell's, ThundHerStruck, Back in Black
২। Metallica–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Misstallica
৩। Iron Maiden–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ The Iron Maidens,
৪। Led Zappelin–এর ট্রিবিউট ব্যান্ডগুলো হলঃ Lez zappelin, Fem zapelin
৫। Judas Priest–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Judas Priestess
৬। Van Helen–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Vag Helen
৭। Misfits–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Bitchfits
৮। Slayer–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Slaywhore
৯। Alice Cooper–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Malice Cooper,
১০। Black Sabbath–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Mistress Of Reality
১১। Aerosmith–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Ladysmith, Aerochix
১২। Kiss–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Priss, Kisses
১৩। The Beatles–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ The She-tles
১৪। King Diamond–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Queen Diamond
১৫। Ozzy Osburne–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ The Little Dolls
১৬। Queen–এর ট্রিবিউট ব্যান্ড হলঃ Queen Of Queens
এই ব্যান্ডগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় তবে আরো অনেক ব্যান্ড আছে।
সামনে কোনদিন হয়ত আরো বেশ কিছু তথ্য নিয়ে হাজির হব।
©somewhere in net ltd.