নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
কবি হয়ে ছবি তুলতে
বনে বনে ঘুরি
সিংহ দেখে ডর করে না
দুই হাতে দেই তুড়ি।
তাল পাতাতে ঝাল লাগে না
বেল পাতাতে নাচি
আম পাতাতে জামের গন্ধ
দিচ্ছি তাই তো হাঁচি।
শেয়াল বাবু খেয়াল গেয়ে
দেয়াল বেয়ে নামে
শীতের রাতে গীতের ঠেলায়
উদাম গায়ে ঘামে।
ভেওয়া ব্যাঙে লম্বা ঠ্যাংয়ে
পুকুর জলে ডুবে
সকাল বেলা আলোর খেলা
সূর্য্য উঠে পূবে।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৯
কালনী নদী বলেছেন: ভালোলাগার ছড়া।