|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 প্রামানিক
প্রামানিক
	শহীদুল ইসলাম প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক
প্রচন্ড এক শীতের রাতে 
শিয়াল ধরেছে গান
চেঙটু রাজার ঘুম ভেঙে যায়
চমকে উঠে প্রাণ।
পরদিন এসে রাজদরবারে 
বলল মন্ত্রী ডেকে,
“রাজ প্রসাদের পাশেই কেন 
শিয়াল উঠলো হেঁকে”?
বলছে মন্ত্রী ‘জাঁহাপনাকে
স্মরণ করেছে তাই,
শীতের রাতে কাঁপছে তারা 
লেপ কাঁথা যে নাই’।
বলল রাজা, ‘ভান্ডার থেকে 
কম্বলগুলো নিয়ে,
শীতের কষ্ট নিবারণ করবে
শিয়ালদেরকে দিয়ে’।
ভান্ডার থেকে কম্বল নিয়ে
মন্ত্রী দিল মেরে
পরদিন আবার শিয়ালগুলো
হাঁকলো গলা ছেড়ে।
‘হুক্কা হুয়া ডাকলো কেন’
বলল চেঙটু রাজা
‘সঠিক জবাব না দিলে পর
দিব কঠিন সাজা’।
মন্ত্রী বলে, ‘এক কম্বলে
শীত নিবারণ হয়?
রাজার কাছে সেই কথাটা 
শিয়ালগুলো কয়’।
পরদিন রাজা আরো কম্বল 
মন্ত্রী সাবকে দিলে
কম্বলগুলো ভাগ করে নেয় 
সব মন্ত্রীরা মিলে।
কিন্তু যখন শিয়ালগুলো 
আবার উঠল হেঁকে
রাজা মশায় মন্ত্রীদেরকে 
বললেন কথা বেঁকে।
বলল রাজা মন্ত্রীদেরকে, 
‘আবার কিসের তরে
দলবেধে সব হাঁকলো হেথা
উচ্চ গলার স্বরে’?
‘সঠিক জবাব না পেলে পর
দেব সবার ফাঁসি’
রাজার আদেশ শোনার পরে
মিলিয়ে গেল হাসি।
জোড়হাত করে বলছে মন্ত্রী,
“ওদের নেই আর অভাব
হুয়াক্কা হুয়া বলাই হলো
শিয়ালগুলোর স্বভাব”।
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:০৯
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেলাঘর। শুভ্চেছা রইল।
২|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৩৫
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
শীতের দিনের জন্য উষ্ণ মজার ছড়া.... প্রামানিক ভাই....
(সামুতে ইমেল করে, নামের বানানটি ঠিক করে দিন।)
৩|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫২
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।
৪|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৬
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৬
বাউল আলমগী সরকার বলেছেন: শীতের রাতে বাজনা বাজলে 
অনেক সমস্যা দাদা
অনেক শুভেচ্ছা----------
  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
প্রামানিক বলেছেন: শীতের রাতে এই বাজনার মধ্যেও একটা মজা আছে। ধন্যবাদ লিটন।
৫|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৪৯
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: বেশ মজার ছড়া! কিন্তু কিছুটা ভাবায়! 
ভালো থাকবেন  
 
  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রায়হান। আমরা সবাই ভাবনার মধ্যেই আছি।
৬|  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১১:৩৩
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১১:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
অপূর্ণ রায়হান বলেছেন: বেশ মজার ছড়া! কিন্তু কিছুটা ভাবায়!
ভালো থাকবেন 
  ২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৯
২৩ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমি, রায়হান মিছা বলে নাই।
৭|  ২৪ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২৩
২৪ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২৩
কলমের কালি শেষ বলেছেন:   
   
   বেশ মজা পেলুম ।
বেশ মজা পেলুম ।
  ২৪ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২৫
২৪ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভা্ই কলমের কালি। শুভেচ্ছা রইল।
৮|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩০
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩০
কালনী নদী বলেছেন: জোড়হাত করে বলছে মন্ত্রী, 
“ওদের নেই আর অভাব 
হুয়াক্কা হুয়া বলাই হলো 
শিয়ালগুলোর স্বভাব”।
বাস্তবতার রেস . .  .
  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৭
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৯|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩৩
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: ব্যঙের আবার সর্দি।
  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৮
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৬:১০
২৩ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৬:১০
খেলাঘর বলেছেন:
ভালো