![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বেকার থেকে হকার হলাম
তাইতো কোন লজ্জা নাই
পথের ধারে ফুটপাতে যে
ফেরি করি পন্য তাই।
পড়ার পাসে নাইরে চাকরী
ক্ষুধার কাছে নাই শরম
বৃষ্টি বাদল মাথার পরে
রোদে কষ্ঠ পাই চরম।
চর থাপ্পর আর লাথি-গুড়ি
কটু কথার নাই অভাব
হকার হওয়ায় তুচ্ছ হলাম
সকল কথার নাই জবাব।
আয় উপার্জন যাহাই করি
অর্ধেক নেয় চান্দাবাজ
মাঝে মাঝে পুলিশ পিটায়
সুযোগটা নেয় ধান্দাবাজ।
পুলিশ-মাস্তান লেগেই থাকে
আয়ের অর্ধেক যায় নিয়ে
বস্তির মাঝে ছাপড়া ঘরে
সংসার চলে তাই দিয়ে।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জুরানী সরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
জুন বলেছেন: আয় উপার্জন যাহাই করি
অর্ধেক নেয় চান্দাবাজ
মাঝে মাঝে পুলিশ পিটায়
সুযোগটা নেয় ধান্দাবাজ।
বাস্তব অবস্থার প্রতিফলন প্রামানিক
+
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
খেলাঘর বলেছেন:
ছড়া ভালো হয়েছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেলাঘর। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: তিক্ত ছড়ায় ২য় ভালোলাগা +
অনেক শুভকামনা
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মঞ্জু রানী সরকার বলেছেন: সময়োপযোগী