নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মধুর মেলার কিছু ছবি

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০



শহীদুল ইসলাম প্রামানিক

গানের পাখি মমতাজের বাবার মৃত্যুবাষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী মধুর মেলার আজ শেষ দিন। ভারত থেকে কবিয়াল অসীম সরকারসহ আরো অনেকে এসেছেন। ভারতের কবিয়াল এসেছে শুনে মেজদার সাথে যোগাযোগ করে যাওয়ার জন্য মনস্থির করি। ভারতের এই বিখ্যাত কবিয়ালের গান ইউটিউবে অনেক শুনেছি কিন্তু সরাসরি শোনার সুযোগ কোনদিন হয়নি। এই সুযোগ হাত ছাড়া করতে মন চাইছিল না। গান শোনার জন্য বিকাল বেলা পুরানা পল্টন থেকে বাসে রওনা হয়ে সাভার হেমায়েত পুর গিয়ে নেমে সিএনজিতে গিয়ে উঠলাম। এরপর হেমায়েত পুর থেকে পশ্চিম দিকে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ গিয়ে নামলাম। জয়মন্টপ যখন পৌছি তখন সন্ধ্যা হয়েছে।



সিএনজি থেকে নামতেই মাইকে গানের সুর কানে এলো। মনোমুগ্ধকর মিউজিক ও সুরে মোহিত হয়ে গানের আসরের দিকে দৌড়াতে লাগলাম। গিয়ে দেখি লোকেলোকারন্য। স্টেজের কাছে যাওয়ার সুযোগ নেই। বাধ্য হয়ে অন্য রাস্তায় স্টেজের পিছনে গিয়ে মেজদা ও নীল সাধুকে খুঁজতে লাগলাম। স্টেজের পিছনে গিয়ে তাকাতেই দেখি মেজদা স্টেজে কবিয়ালদের দলের সাথে বসে আছে। অসীম সরকার গান শুরু করতেই প্রকৃতি বিরুপ ভাব নিল। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছোটাছুটি করতে লাগল। এই ফাঁকে মেজদার সাথে স্টেজে গিয়ে দেখা করলাম। কিন্তু বৃষ্টির জন্য বেশিক্ষণ থাকা গেল না। দৌড়ে পাশের বিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানেও দেখি বৃষ্টি পড়ে। উপরে তাকিয়ে দেখি বাঁশের ফালি লাগানোর মত ফাঁকা ফাঁকা ছাদ। ছাদের ফাঁক দিয়ে বৃৃষ্টি পড়ে। কাজেই সেখান থেকে অন্য জায়গায় চলে গেলাম।



বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করায় আধাভেজা হয়ে একটি দোকানে আশ্রায় নিযে দাঁড়িয়ে থাকলাম। একে তো শীতের রাত তারোপর বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে মেজদাকে না বলেই রাত আটটার দিকে মোবাইলে কিছু ছবি তুলে নিয়ে ঢাকার দিকে দৌড়ালাম। ভারতের কবিয়ালদের গান তৃপ্তিসহকারে শোনার ভাগ্য আর হলো না।



১। ছামিয়ানার ভিতরের ছবি।





২। স্টেজে হলুদ পোষাক পড়া ভারতের কবিয়াল দল।





৩। মমতাজ এবং মেজদাসহ অনেক বসে গান শুনছেন।





৪। গানের পাশাপাশি চলছে বিভিন্ন পন্যের মেলা।



৫।



৬।



৭।



৮।



৯।



১০। বৃষ্টির কারণে হাতপা গুটিয়ে বসে আছে দোকানী।



১১। বিভিন্ন রকম মুখোরোচক খাবার দাবার ও মিষ্টান্ন



১২।



১৩। মজাদার বুট মুড়ি

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

বংশী নদীর পাড়ে বলেছেন: বাড়ির পাশে হলেও আজ অনেক দুরে। কিন্তু ভাই আপনার পোস্টে এসে মনে হলো মধুর মেলা থেকে আমিও ঘুরে এলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বংশী নদীর পাড়ে কাথাটায় তাই বুঝায়। আপনার বাড়ি মমতাজের বাড়ি থেকে খুব দুরে নয়। আপনার অনুভুতি জেনে খুশি হলাম।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: নীলদারে আবার খুঁজছিলেন ক্যান? যাওনের কথা আছিল নাকি?
বৃষ্টি সব আউলাইয়া দিছে বুঝা গেলো। তারপরও কিছু ছবি প্রমাণ হিসাবে যে তুলে নিয়ে এসেছেন তাতেই বুঝতে পাড়লাম আসলেই আপ্নে গেছেন সেখানে। :P
ছবি কিন্তু মন্দ তুলেনা নাই প্রামাণিক ভাই। বৃষ্টির মধ্যেও আপ্নে যে ক্লিকাইছেন, তার জইন্য ধইন্যাপাতা। :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

ফারিয়া বলেছেন: গান শুনার অভিজ্ঞতা কেমন ছিল তা বলেন নি। আশা করি রোমাঞ্চকর ছিল। ছবিগুলোর জন্য ধন্যবাদ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ভারতের কবিয়াল অসীম সরকারের কণ্ঠ চমৎকার। সুরেলা কণ্ঠ শুনতেই ইচ্ছে করে। তার রসিকতাও ভাল লাগল। বলার বাচন ভঙ্গিও সুন্দর।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

মঞ্জু রানী সরকার বলেছেন: সব মিলিয়ে নতুন কিছু তথ্য পেলাম। ভালো লাগলো

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জু রানী সরকার। শুভ্চেছা রইল।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

তুষার কাব্য বলেছেন: নিশ্চয় জমজমাট আসর ছিল...অনেক দিন কবি গান শুনিনা...

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: হ্যাঁ ভাই, অনেক জমজমাট আসর। লোকেলোকারন্য ছিল। খুব ভাল লেগেছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাতিক্রমধর্মী পোষ্টে ভালোলাগা ভ্রাতা ++++++++

ভালো থাকবেন।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রায়হান। শুভ্চেছা রইল।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০

কলমের কালি শেষ বলেছেন: পুষ্টে নতুন কিছু জানলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি। শুভেচ্ছা রইল।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

এহসান সাবির বলেছেন: আমিও পোস্ট দেব.....!



ভালো লাগা।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: আপনি পোষ্ট দিলে খুশি হবো। আমি যা জানি না তা হয়তো আপনার পোষ্টে পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.