নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হরতালে সমতালে
দৌড়ের পাল্লা
কেউ বলে ওরে বাবা
কেউ বলে আল্লা।
ফুটপাত ভরে যায়
টুপি-জুতা-ছাতাতে
ঠাসঠাস বাড়ি পড়ে
কারো কারো মাথাতে।
পুলিশের পিটুনিতে
কেহ কেহ কুপোকাত
ঘাড়ে পিঠে পটাপট
পড়ে বাড়ি অকস্মাৎ।
ঠুসঠাস বোম-বুলেট
কারো গায়ে লাগছে
ছেলে-বুড়ো দৌড়ায়
তাড়াতাড়ি ভাগছে।
গায়ে কারো ছেঁড়ে জামা
কারো ছেঁড়ে জুতা যে
কেউ কেউ জড়সড়ো
পুলিশের গুঁতাতে।
ফুটপাতে শুয়ে থাকা
কঙ্কাল দেহসাড়
পিটুনিতেও নড়ে না
যত মারো ভাঙো হাড় ।
বস্তির টোকাইয়ে
ভারী ফাস্ট দৌড়ে
চাকুরেরা মার খায়
গালি দেয় বউরে।
চলছেই হরতাল
আরো নাকি চলবে
রাজনীতির যাঁতাকলে
জনগণকে ডলবে।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রফিক। শুভেচ্ছা রইল।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা, ভালো লাগল।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক
হরতালে বেতালে তালটা কিন্তু ঠিক ধরেছেন। সমতালে ছুটছিলুম আমিও।
শুভ কামনা।
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। আপনি সমতালে ছুটছিলেন জেনে ছড়াটা সার্থক হলো। শুভেচ্ছা রইল।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭
তাহসিনুল ইসলাম বলেছেন: ছড়ার তালটা সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। শুভ্চেছা রইল।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উমম..... ভালোই লেগেছে। কিন্তু আপনার আরো ভালো লেখা আমি পড়েছি।
শুভ কামনা রইল।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
প্রামানিক বলেছেন: আপনি আমার লেখা আরো পড়েছেন জেনে খুশি হলাম ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
প্রামানিক বলেছেন: আপনি আমার লেখা আরো পড়েছেন জেনে খুশি হলাম ধন্যবাদ
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
আবু শাকিল বলেছেন: দারুন ছন্দ এনেছেন ।
ভাল লাগল
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
অর্বাচীন পথিক বলেছেন: বাবলা ভাই খুব সুন্দর ছন্দ
গত কাল আমার এক বন্ধু দৌড়ানি খাইছে আপনার ছড়ার মত-ই।
শুভ রইল
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অরবাচী। আপনার এবং আপনার বন্ধুর প্রতি শুভেচ্ছা রইল।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
কাবিল বলেছেন: চলতি ছরা খুব ভাল লাগল
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভেচ্ছা রইল।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ ।+
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
যোগী বলেছেন: আপনার ছড়া গুলা দারুন হয়।
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই যোগী। শুভেচ্ছা রইল।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
কে এম মিজানুর রহমান বলেছেন: অাপনার ছড়া অনেক কথায় ভরা। খুব সুন্দর হয়েছে প্রামাণিক ভাই
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: খুব ভাল লেগেছে শহীদুল ইসলাম প্রামানিক ।