নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ক্ষতির হরতাল চাই না আর

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫


শহীদুল ইসলাম প্রামানিক

কথায় কথায় হরতালেতে
আয় উন্নতির কমছে গতি
জ্বালাও পোড়াও ভাঙচুরেতে
হচ্ছেরে ভাই দেশের ক্ষতি।

মিছিল মিটিং যাহাই করো
হরতাল করো কোন দুখে?
কথায় কথায় গুলি করো
বুলেট চালাও কার বুকে?

হরতাল দিয়ে ভাঙলে গাড়ি
ঐ মালিকের দোষটা কি?
পাবলিকের মাল জ্বালিয়ে দিয়ে
মিটছে তোমার রোষটা কি?

হামার-শাবল-কুড়াল হাতে,
চলাও মিছিল চারদিকে
রিক্সা-শ্রমিক ঘরের ভিতর
ক্ষুধার জ্বালায় চোখ ফিকে।

বাস-ট্রাকের বন্ধ চাকা
ড্রাইভার বসে তাস খেলে,
যায়না ছাড়ি যন্ত্র দানব
মিছিল কারীর বুক ঠেলে।

কৃষকের মাল পঁচছে ঘাটে
ব্যবসায়ীদের মাথায় হাত
কুলি-শ্রমিকের অলস জীবন
বাচ্চা-শিশু চাচ্ছে ভাত।

বিদেশ কোঠা হচ্ছে বাতিল
ব্যবসায়ীরা পাচ্ছে ভয়
দেশের ব্যবসা বিদেশ যাচ্ছে
অন্য দেশের হচ্ছে জয়।

কলের চাকা বন্ধ থাকায়
রোজ-শ্রমিকের মুজুরী নাই,
সব ক্ষতি যে আমজনতার
দেশ জুড়ে আজ দেখছি তাই।

গণতন্ত্রের দোহাই দিয়ে
ক্ষতির হরতাল চাইনা আর
দেশটা যে ভাই পিছিযে যাচ্ছে
বিশ্বের কাছে খাচ্ছে মার।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

প্রবাসী পাঠক বলেছেন: গণতন্ত্রের দোহাই দিয়ে
ক্ষতির হরতাল চাইনা আর
দেশটা যে ভাই পিছিয়ে যাচ্ছে
বিশ্বের কাছে খাচ্ছে মার।


এই কথাগুলো উপলব্ধি করার মত জ্ঞান আমাদের রাজনীতিবিদদের নেই।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: এই কথাগুলো উপলব্ধি করার মত জ্ঞান আমাদের রাজনীতিবিদদের নেই।

ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
খুব ভালো লাগল কবিতা ।
আপনার প্রতি অভিন্দন রহিল কবি ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউল করিম। অনেক অনেক ‍শুভেচ্ছা রইল।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: হরতালের যথার্থ চিত্র এঁকেছেন। কিন্তু আপসোস হল, যাদের এটা উপলব্ধি করা দরকার তাদের মধ্যে কোন ভাবান্তর নাই। ভালো লিখেছেন প্রামাণিক ভাই।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন ঘাস ফুল ভাই। যাদের এটা উপলব্ধি করা দরকার তারা কানে তুলা দিয়ে থাকে। এখানেই সমস্যা। ধন্যবাদ ঘাসফুল ভাই।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

নীল আতঙ্ক বলেছেন: চমৎকার ভাবে হরতাল আমাদের কিভাবে পিছিয়ে দিচ্ছে তুলে ধরেছেন ভাইয়া।
অনেক ভালোবাসা রইলো :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল আতঙ্ক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.