নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফ্যালানী হত্যার বিচার চাই

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

ফ্যালানীরা খেলনা নয়তো
ঝুলছে তবু তারের কাঁটায়
পাখির মতো গুলি করে
দু'দিন পরে লাশটি পাঠায়।

বর্ডার মানে মার্ডার নয়রে
নয়তো মানুষ নির্যাতন
প্রান্ত সীমায় বসত করে
উভয় দেশের মানুষ জন।

ওই পারেতে থাকতে পারে
হয়তো কারো জীবন সাথী,
থাকতে পারে একই গোষ্ঠীর
ধর্মে-কর্মে একই জাতি।

তাইতো তাদের এপার-ওপার
হর-হামেশা আসা-যাওয়া
মনের ভাব যে আদান প্রদান
সদাই চলে নাওয়া-খাওয়া।

গরু-ছাগল আর পশু-পাখী
তাদের কোন বর্ডার নাই
তাদের নিয়েই দ্বন্দ বেশী
সীমান্তেতে দেখতে পাই।

তাই বলে কি করবে গুলি,
মারবে মানুষ পাখির মতো?
আর কি কোন নাই সমাধান,
করতেই হবে মানুষ হত?

এই যদি হয় সীমান্ত আইন
নিন্দা জানাই বিশ্ব জুড়ে
দেখতে চাইনা লাশের ছবি
কাঁদতে চাইনা করুণ সুরে।

বন্ধ কর মানব নিধন
উচ্চ কন্ঠে বলছি তাই
সীমান্তের ঐ হিংস্র রোধে
ফ্যালানী হত্যার বিচার চাই।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: যে ঘাতক সেই বিচারক, সুতরাং...... :(

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: যে ঘাতক সেই বিচারক, সুতরাং......

সুতরাং বিচার হবে না। ধন্যবাদ কামাল ভাই।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: 'ফ্যালানী' রা কি সব সময়ই নির্যাতিত হবে
নাকি সময়ের আবর্তনে পরিতর্বন আসবে
নাকি আসবে না?
প্রশ্নটার উত্তরদাতার অপেহ্মায়...

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: একদিন হয়তো সেই সুযোগ আসবে তবে সেটা কবে আসবে বলা যাবে না। আমাদের ভাগ্যে হয়তো সেইটা দেখার সুযোগ নাও হতে পারে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

ডি মুন বলেছেন:
বর্ডার মানে মার্ডার নয়রে
নয়তো মানুষ নির্যাতন
প্রান্ত সীমায় বসত করে
উভয় দেশের মানুষ জন।


খুব সুন্দর লিখেছেন।



জানিনা কোনোদিনও ফেলানী হত্যার বিচার হবে কিনা !!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। বিচার হবে কিনা সন্দেহ তবে বিচারের দাবি আমরা ছাড়বো না।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: ফ্যালানী হত্যার বিচার চাই

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:












==================
বর্ডার মানে মার্ডার নয়রে
নয়তো মানুষ নির্যাতন
প্রান্ত সীমায় বসত করে
উভয় দেশের মানুষ জন।

ওই পারেতে থাকতে পারে
হয়তো কারো জীবন সাথী,
থাকতে পারে একই গোষ্ঠীর
ধর্মে-কর্মে একই জাতি।
==================

দুর্দান্ত!!!!

ফ্যালানী সহ সকল সীমান্ত হত্যার বিচার চাই।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শোভন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

নুরএমডিচৌধূরী বলেছেন: মর্মান্তিক

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। শুভেচ্ছা ররইল।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

জোহরা উম্মে হাসান বলেছেন: বিশ্ব মানবের বিবেক জাগ্রত হোক ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জোহরা উম্মে হাসান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.