নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শিশুর বিক্ষুব্ধ প্রতিবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩



শহীদুল ইসলাম প্রামানিক



নিস্তব্ধ নিঝুম রাত

ফুটপাতের দেয়াল ঘেষে

ছেঁড়া ন্যাকড়ায় পেঁচানো

ছোট্ট শিশু ঘুমে বিভোর।



দেয়ালের ওপাশে জন্মদাত্রী মা,

নরপশুদের দৈহিক ক্ষুধা মেটাতে আবদ্ধ,

প্রাণপণ মুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ।

বিনিময়ে পাচ্ছে

চ্যাপেটাঘাত, পদাঘাত, মৃত্যুর হুমকি

অথবা এক টুকরো শুকনো রুটি,

নিরান্ন পেটে অন্নের আংশিকতা।



রাতের নিস্তব্ধতা ভেঙ্গে ছোট্ট শিশু

প্রতিবাদী কন্ঠে চিৎকার দিলো–

“শীতার্ত রাতে বুকের উষ্ণতা

ক্ষুধার্ত অবস্থায় পৃথিবীর সবচেয়ে দামী

জননীর দুটো মাই

যা আমার জন্মগত অধিকার

কে বঞ্চিত করেছো আমাকে”?



বিক্ষুব্ধ শিশুর দু’টো পা

পদাঘাতের পর পদাঘাত করছে এ পৃথিবীকে

মুষ্টিবদ্ধ হাত

প্রাণপণে ছুঁড়ছে উর্ধ্বে

যেন অধিকার আদায়ে

ভেঙ্গে গুড়িয়ে দেবে এ বিশ্ব ব্রমান্ডকে।



প্রতিবাদী কণ্ঠ তীব্র থেকে তীব্রতর হলো

ফুটপাতে শুয়ে থাকা কুন্ডলীকৃত ককুরগুলো

ছোট্ট শিশুর সাথে একত্মতা ঘোষণা করল।

শুরু হলো বজ্র কন্ঠে দলীয় স্লোগান

কানফাটা আওয়াজে কেঁপে উঠল নগর

জড়ো হলো নাইটগার্ড, বাড়ীর দারোয়ান

কুঁকড়ে থাকা ছিন্নমুল

শিশু ও কুকুরের সুতীব্র চিৎকারে।

সুনিদ্রা ভঙ্গ হলো বাড়ীওয়ালাদের

রক্ষা পেল হায়েনাদের হাত থেকে জন্মদাত্রী মা

অবশেষে শিশুটি ফিরে পেল তার অধিকার।



হে প্রতিবাদী শিশু!

আমরা যা পারিনি তুমি তা পেরেছো,

তোমার প্রতিবাদী কন্ঠ

ছড়িয়ে পড়ুক বিশ্ব ব্রমান্ডে

নেতৃত্ব তোমার হাতে তুলে দিলাম

অন্যায়, অবিচার, দুর্নীতি দূর করার

অধিকার আদায়ের সমস্ত অধিকার

উপর থেকে তৃণমূল পর্যন্ত।



হে শিশু!

আমি আশাবাদী,

আগামীর নেতৃত্ব তোমার হাতে

তোমার প্রতি রইল আমার অসামাপ্ত আশীর্বাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬

নির্বোধ পাঠক বলেছেন: হে শিশু!
আমি আশাবাদী,
আগামীর নেতৃত্ব তোমার হাতে
তোমার প্রতি রইল আমার অসামাপ্ত আশীর্বাদ। [/sb

শিশুর "বিক্ষুুব্ধ প্রতিবাদ" বেশ ভাল লেগেছে কবি।
অভিনন্দন ও শুভেচ্ছা নিন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

মহান অতন্দ্র বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র। শুভ্চেছা রইল।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





‘প্রতিবাদী শিশুর’ প্রতি ‘অসমাপ্ত আশীর্বাদ’ জানাচ্ছি...
কবিতাটি ভালো লেগেছে প্রামানিক ভাই!

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন মইনুল ভাই। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

পার্থ তালুকদার বলেছেন: ভালো লেগেছে কবিতাটি....

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তালুকদার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: "প্রতিবাদী কণ্ঠ তীব্র থেকে তীব্রতর হলো
ফুটপাতে শুয়ে থাকা কুন্ডলীকৃত ককুরগুলো
ছোট্ট শিশুর সাথে একত্মতা ঘোষণা করল।
শুরু হলো বজ্র কন্ঠে দলীয় স্লোগান"

অসাধারণ। কবিতায় ভাল লাগা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। আপনার ভাল লাগায় আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। শুভেচ্ছা রইল।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর কবিতা প্রামানিক ভাই।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলা। শুভেচ্ছা রইল।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.