নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বাসের হেলপার ডাকছে জোরে
যাচ্ছে গাড়ি সিট খালি
সিট খালি নাই দেখার পরে
প্যাসেঞ্জারে দেয় গালি।
রাগের চোটে পাশান আলি
হেলপার মিয়ার ধরল কান
চর-থাপ্পর আর কিলের চোটে
যায় বুঝি তার জান পরান।
ড্রাইভার কয় সিট খলি নয়
বলছে শুধু ‘সিক’ খালি
শুনতে আপনি ভুল করেছেন
মিছাই দিচ্ছেন কিল, গালি?
দয়া করে কানটা ছেড়ে
ধরেন এবার ছাদের সিক
‘সিট’ কথাটা মিথ্যা হলেও
‘সিক’ খালিটা পুরোই ঠিক।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সিক এখানে ব্যাঙ্গার্থে ব্যবহৃত হয়েছে, সিক অর্থ লোহার চিকন দন্ড।
একদিন ঢাকার একটি লোকাল বাসে উঠার পরে ভিতরে দাঁড়ানোর মত জায়গা নাই তারপরেও হেলপার চিল্লাচিল্লি করতেছে, এই সিট খালি সিট খালি তাড়াতাড়ি উঠেন। বাস ছাড়ার পর কন্ডাক্টর ভাড়া নিতে আসলে এক বৃদ্ধ ভদ্রলোক বলল, এই কন্ডাক্টর, তুই যে চিল্লাচিল্লি করলি সিট খালি সিট খালি, কই সিট খালি আমারে দেখা আমি বসমু।
কন্ডাক্টর বলল, চাচা আমি তো আপনারে সিট খালির কথা কই নাই। বৃদ্ধ বলল, কিসের খালির কথা কইছস। কন্ডাক্টর বলল, সিক খালির কথা কইছি। বাসের ছাদের সাথে দেহেন দুইডা সিক আছে। এখনও অনেক জায়গা খালি আছে আপনি তাড়াতাড়ি খালি জায়গায় সিক ধরেন। কন্ডাক্টরের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল।
ওই ঘটনা থেকেই ছড়াটি লেখা।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা
ভালো লাগলো।
সিট ও সিক বিভ্রাট।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাব ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০
আহমেদ আলিফ বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে!
ছন্দে +++
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ আলিফ, শুভেচ্ছা রইল।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫
তাহসিনুল ইসলাম বলেছেন: মজার ছড়া। অনেক ভালো লাগলো।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। শুভেচ্ছা রইল।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১
নীল জানালা বলেছেন: সুন্দর ছড়া লেখসেন..
১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল জানালা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
কলমের কালি শেষ বলেছেন: ড্রাইভার কয় সিট খলি নয়
সুন্দর হাস্যরসের ছড়া । ++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর ছড়া, শিক হবে মনে হয় বানানটা। শীওর না যদিও
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ডিকশনারীতে শিক নয় সিক কথাটা লেখা আছে। আপনিও একটু ডিকশনারীতে চোখ বুলালে খুশি হবো।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
হাসান মাহবুব বলেছেন: সিক এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে?