নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
শিয়াল বিড়াল গাছের ছায়ায় করছে বসে গল্প
কার বুদ্ধির জোর কত বেশি কার বুদ্ধির জোর অল্প।
শিয়াল বলে, ‘আমার বুদ্ধি কমপক্ষে এক শত
সব কাজেতে বুদ্ধি খাটাই যখন লাগে যত’।
বিড়াল বলে, ‘আমার তো ভাই বুদ্ধি অনেক কম
একটা বুদ্ধির জোরেই আমি চলি যে হরদম’।
শিয়াল শুনে ভেংচি কাটে, ‘মোটেই যদি এক,
সেই জন্য তো রান্না ঘরে দেয় আগুনের ছ্যাঁক’।
বিড়াল বলছে, ‘একটা হলেও এই বুদ্ধিটাই বড়
সময়মতো দেখতে পাবে যতই চালাকি কর’।
শিয়াল বলে, ‘দোস্ত এবার নামায দিয়ে শুরু
যার আযানের শব্দ বেশি সেই হবে যে গুরু’।
বিড়াল বলে, ‘ছোট্ট প্রানী দেইনা তো ভাই আযান’
শিয়াল মশায় খুশির চোটে ধরলো জোরে তান।
‘হুক্কা হুয়া’ ডাক শুনলো যেই মোল্লা বাড়ির কুকুর
ঘেউ ঘেউ করে আসলো তেড়ে সাঁতার দিয়ে পুকুর।
বিড়াল বলে, ‘শিয়াল দোস্ত খাটাও বুদ্ধি তোমার’?
শিয়াল মশায় বলছে হেসে, ‘এইটা তুচ্ছ ব্যাপার’।
কিন্তু যখন কুকুরগুলো আসলো অনেক কাছে
শিয়াল তখন প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় পাছে।
বলছে বিড়াল, ‘দৌড়াও কেন বুদ্ধি খাটাও ভাই’?
শিয়াল বলে, ‘বুদ্ধি অনেক সিরিয়ালের ঠিক নাই,
কোন বুদ্ধিটা খাটবে হেথা পাইনা আমি খুঁজে,
তাই তো আমি প্রাণ বাঁচাতে দৌড়াই চক্ষু বুঁজে’।
শিয়াল বলছে, ‘বিড়াল দোস্ত তোমার বুদ্ধি এবার’?
এক লাফেতে উঠলো গাছে একটাই বুদ্ধি তার।
বিড়াল বলে, ‘চতুর হলেও দুঃখ থাকলে ভালে
শতেক বুদ্ধি কাজে লাগেনা বিষম বিপদের কালে’।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ েযাগী ভাই। েচষ্টা করিছ বই েবর করার।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
মোছাব্বির মাছুদ বলেছেন: হুম.........।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাছুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
এম এ কাশেম বলেছেন: শিয়াল বলছে, ‘বিড়াল দোস্ত তোমার বুদ্ধি এবার’?
এক লাফেতে উঠলো গাছে একটাই বুদ্ধি তার।
বিড়াল বলে, ‘চতুর হলেও দুঃখ থাকলে ভালে
শতেক বুদ্ধি কাজে লাগেনা বিষম বিপদের কালে’।
তাই বুঝি হরতালে অবরোধে গ্রামে পালিয়েছিলেন?
কবিতা তো মজাই মজা।
শুভেচ্ছা নেবেন শহীদ ভাই।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। শুভেচ্ছা রইল।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
এমএম মিন্টু বলেছেন: দারুন লাগলো কবিতা
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এমএম মিন্টু। শুভেচ্ছা রইল।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ভাল লাগল।
আপনার অধিকাংশ ছড়াই মন ছুঁয়ে যায়।
ভালো থাকবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
ভিটামিন সি বলেছেন: ভাল্লাগছে। প্রামাণিক দা।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভিটামিন সি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
যোগী বলেছেন:
আপনার বই বের হওয়া উচিৎ। দারুন ছড়া লেখেন আপনি।