নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সীমার মাঝে অসীম যেন
মোদের ভালবাসা
কথায় কথায় হৃদয় ভরে
প্রাণ খুলে তাই হাসা।
মুখে আমার বেসুরো গান
হৃদয় জুড়ে সুর
আবোল তাবোল যাই বলি না
মন রসে ভরপুর।
আকাশ ছোঁয়া আশা মোদের
সাগর সমান সুখ
কৃপণতা নাই গো দোহের
গর্বে ভরে বুক।
উতাল পাতাল ঢেউ খেলে যায়
বাতাস ভরা প্রাণ
সারা জীবন চাই গো নিতে
ভালোবাসার ঘ্রান।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিলু শুভেচ্ছা রইল।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
অর্বাচীন পথিক বলেছেন: বাবলা ভাই নতুন কিছু পেলাম কবিতায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আকাশ ছোঁয়া আশা মোদের
সাগর সমান সুখ
কৃপণতা নাই গো দোহের
গর্বে ভরে বুক ।
খুব ভালো লাগা রহিল ।
কবির প্রতি সুভকামনা সতত ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউল করিম। শুভেচ্ছা রইল।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: এ কে এম রেজাউ করিম বলেছেন:
আকাশ ছোঁয়া আশা মোদের
সাগর সমান সুখ
কৃপণতা নাই গো দোহের
গর্বে ভরে বুক ।
ভালো লাগল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩
নিলু বলেছেন: ভালো , লিখে যান