নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাঞ্জাখোর মামা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০



শহীদুল ইসলাম প্রামানিক



ওরে মামা জলদি থামা

নছিমনের গাড়ি

মামী নাকি যাচ্ছে চলে

তাদের বাপের বাড়ি।

চাল ডাল সব নিয়ে নিয়েছে

কুমড়ো গন্ডা চারি।

রান্নার চুলা ভেঙে ফেলেছে

শুন্য ভাতের হাঁড়ি।



গাড়ি ঘোড়ায় কাজ হবেনা

যাওনা এসব ফেলে

তিন দিন তুমি বাড়ি ফেরনি

কেমন বাপের ছেলে!

শ্বশুর মশায় আসলে পরে

হাতের কাছে পেলে

নির্ঘাত এবার পাঠিয়ে দিবে

হাকিমপুরের জেলে।



বলছে মামা শোনরে ভাগ্নে

কেমনে যাব বাড়ি?

তিনদিন হলো ভাত খাইনি

খেয়েছি গাঞ্জা-তাড়ি।

আগামী পরশু নিয়ত করেছি

যেমন করেই পারি

তিন কেজি চাল আনব কিনে

গাঞ্জার নেশা ছাড়ি।



তোর মামীকে নিষেধ করিস

যায়না যেন ছেড়ে

নইলে কিন্তু রাগের মাথায়

দিবই আমি তেড়ে।

তা যদি না পারি রে ভাগ্নে

করব মাথা নেড়ে

আজকাল দেখি তোর মামীটা

অনেক গিয়েছে বেড়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

এম এ কাশেম বলেছেন: শহীদ ভাই
ঐ নেশা ধরলেন আবার কভে ?
তাই তো কই ভাবী কেন বাপের বাড়ী যেতে চাই।

ছড়া তো রসের মাতম - গাঞ্জার নেশার মতোন

শুভেচ্ছা কবি।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: কাশেম ভাই কেমন আছেন? বসন্তের শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

কলমের কালি শেষ বলেছেন: মজার ছড়ায় ভাল লাগল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি। শুভেচ্ছা রইল।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বিদগ্ধ বলেছেন: মাথা যাদের উল্টপাল্টা, তারাই আজকাল ভালো আছে, কিচ্ছু টের পাচ্ছে না। গাঞ্জা নয় তাড়ি খেয়ে তাল হারাতে মন চায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দগ্ধ। আপনার কথায় বাস্তবতা আছে। শুভেচ্ছা রইল।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: মজার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,

ভালো লাগছে তাই
ছড়া আরও লিখা চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। শুভেচ্ছা রইল।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, বেশ তো!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রোফেসর শঙ্কু। শুভেচ্ছা রইল।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে ছড়া।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মজার!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুলিয়ান সিদ্দীকী ভাই। শুভেচ্ছা রইল।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

তুষার কাব্য বলেছেন: চমৎকার ছড়া ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.